- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ১৩, ২০২৪
হার্নান্ডেজের দুরন্ত হ্যাটট্রিকে ৫–১ ব্যবধানে রাজস্থানকে ৫–১ ব্যবধানে হারাল মহামেডান
আই লিগের শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিল মহমেডান। টানা ১১ ম্যাচ অপরাজিত। তারপরই ছন্দপতন। রিয়েল কাশ্মীরের কাছে হার। পরে ম্যাচে আইজল এফসি–র বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা পূরণ হয়নি। একগুচ্ছ সুযোগ নষ্ট করে জয় অধরা থেকে গিয়েছিল। ২ ম্যাচ পর আবার জয়ের সরণিতে ফিরল মহমেডান। মঙ্গলবার রাজস্থান এফসি–কে উড়িয়ে দিল ৫–১ ব্যবধানে। দুরন্ত হ্যাটট্রিক করে মহমেডানের জয়ের নায়ক এডি হার্নান্ডেজ। বাকি দুটি গোল করেন লালরেমসাঙ্গা ও কাশিমভ।
আগের ম্যাচে স্ট্রাইকারদের সুযোগ নষ্ট নিয়ে চিন্তায় ছিলেন মহমেডান কোচ চেরনিশভ। এদিন তাঁকে চিন্তামুক্ত করেন হার্নান্ডেজরা। নৈহাটির দর্শকশূন্য স্টেডিয়ামে এদিন দুরন্ত ফুটবল উপহার দেয় সাদাকালো ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই মহমেডানের দাপট ছিল। একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে ২০ মিনিটে দলকে এগিয়ে দেন লালরেমসাঙ্গা। ২৭ মিনিটে ২–০ করেন হার্নান্ডেজ। পরের মিনিটেই রাজস্থানের হয়ে ব্যবধান কমান উইলিয়াম। প্রথমার্ধের শেষদিকে মহমেডানের হয়ে তৃতীয় ও নিজের দ্বিতীয় গোল করেন হার্নান্ডেজ। প্রথমার্ধে খেলার পল থাকে ৩–১।
দ্বিতীয়ার্ধেও মহমেডানের দাপট অব্যাহত ছিল। ৬৪ মিনিটে পেনাল্টি পায় মহমেডান। পেনাল্টি থেকে ৪–১ করেন কাশিমভ। ৮৮ মিনিটে মহমেডানের হয়ে পঞ্চম গোলটি করে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন হার্নান্ডেজ। ১৪ ম্যাচে ৩১ পয়েন্ট পেয়ে রিয়েল কাশ্মীরের থেকে অনেকটাই এগিয়ে গেল মহমেডান। ১৩ ম্যাচে রিয়েল কাশ্মীরের পয়েন্ট ২৩। মহমেডান পরের ম্যাচে খেলবে ট্রাউ এফসি–র বিরুদ্ধে।
❤ Support Us