Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ১১, ২০২৩

মধ্যপ্রদেশে বিজেপির চমক, শিবরাজ নয়, মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব, স্পিকার নরেন্দ্র সিং তোমার

আরম্ভ ওয়েব ডেস্ক
মধ্যপ্রদেশে বিজেপির চমক, শিবরাজ নয়, মুখ্যমন্ত্রী হলেন মোহন যাদব, স্পিকার নরেন্দ্র সিং তোমার

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে খুব সতর্ক হয়ে পা ফেলছে বিজেপি। আর তাই জাতপাতের রাজনৈতিক রসায়নকে উপেক্ষা না করে  মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে নতুন মুখে ভরসা রাখল বিজেপি শীর্ষ নেতৃত্ব। শিবরাজ সিং চৌহানের মতো হেভিওয়েট নেতাকে এর ফলে সরিয়ে  দিয়ে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদে মোহন যাদবকে নিয়ে এল বিজেপি।

বিজেপি সদ্য শেষ হওয়া পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে পিছনে ফেলে গোবলয়ে ঝড় তুলেছে। ছত্তিশগড়, রাজস্থান এবং মধ্যপ্রদেশ জিতে নিয়েছে তারা। যদিও তিন রাজ্যেই মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে দোলাচলে ছিল গেরুয়া শিবির। নির্বাচনে জেতার কার্যত দুই সপ্তাহ পরে মধ্যপ্রদেশের নতুন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করলেন বিজেপি হাই কমান্ড। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হল ৫৭ বছরের মোহন যাদবকে।

শিবরাজ সিং চৌহানের মন্ত্রিসভায় উচ্চশিক্ষা মন্ত্রী ছিলেন মোহন যাদব। উজ্জ্বয়িনী দক্ষিণ কেন্দ্রের তিনবারের বিধায়ক নতুন মুখ্যমন্ত্রী।  শিবরাজ সিং চৌহানকে নিয়ে দলের অন্দরেই আপত্তি উঠেছিল। তাই পরিচ্ছন্ন ভাবমূর্তির মোহন যাদবকে বেছে নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী হিসেবে। তবে মোহন যাদবের পরিচ্ছন্ন ভাবমূর্তিকে সামনে রাখা হলেও বিজেপি শীর্ষ নেতৃত্ব মাথায় রেখেছে আসন্ন লোকসভা নির্বাচনের কথা। তাই যাদব সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে মোহন যাদবকে মুখ্যমন্ত্রী পদে বসিয়ে সারা দেশে লোকসভা নির্বাচনের আগে একটা বার্তা দিতে চাইছে বিজেপি।  সোমবার এইসঙ্গে দুজন উপ-মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করা হয়েছে। তারা হলেন জগদীশ দেওরা এবং রাজেশ শুক্লা। বিধানসভার স্পিকার করা হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিং তোমারকে।

মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানকে সরিয়ে পরবর্তী মুখ্যমন্ত্রীর দৌড়ে ছিলেন বিধানসভা ভোটে জয়ী দুই কেন্দ্রীয় মন্ত্রী নরেন্দ্র সিংহ তোমর, প্রহ্লাদ পটেল এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গী। যদিও চমকে দিয়ে মোহন যাদবকে বেছে নিলেন তিন কেন্দ্রীয় পর্যবেক্ষক হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহরলাল খট্টর, রাজ্যসভা সাংসদ কে লক্ষ্মণ এবং ঝাড়খণ্ডের রাঁচির মেয়র এবং তথা দলের জাতীয় কর্মসমিতির সদস্য আশা লারকা। অবশ্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে জে পি নাড্ডার অনুমতি ও সম্মতিক্রমে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!