Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ৬, ২০২৩

আইএস‌এল প্রথম অ্যাওয়ে ম্যাচের আগে, ‌গত মরশুমের স্মৃতি উসকে দলকে সতর্ক করলেন ফেরান্দো

আরম্ভ ওয়েব ডেস্ক
আইএস‌এল প্রথম অ্যাওয়ে ম্যাচের আগে, ‌গত মরশুমের স্মৃতি উসকে দলকে সতর্ক করলেন ফেরান্দো

সবে শুরু হয়েছে আইএসএল। কোনও দল দুটি কোনও দল আবার তিনটি ম্যাচ খেলেছে। ইতিমধ্যেই একটা প্রবণতা দেখা গেছে। ঘরের মাঠে পয়েন্ট তুলে নিলেও অ্যাওয়ে ম্যাচে ব্যর্থ। আবার অ্যাওয়ে ম্যাচে হারলেও ঘরের মাঠে জয় তুলে নিয়েছে। যেমন বেঙ্গালুরু এফসি বাইরের মাঠে প্রথম দুটি ম্যাচে জয় না পেলেও ঘরের মাঠে ইস্টবেঙ্গলকে হারিয়েছে। ইস্টবেঙ্গল আবার ঘরের মাঠে দুটি ম্যাচে অপরাজিত থাকলেও প্রথম অ্যাওয়ে ম্যাচেই হেরেছে। মোহবাগান সুপার জায়ান্টসকেও সেরকম পরিস্থিতিতে পড়তে হবে না তো?‌ পরিসংখ্যানটা মাথায় রেখে চেন্নাইন এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক জুয়ান ফেরান্দো।

ঘরের মাঠে প্রথম দুটি ম্যাচে জয় এসেছে। শনিবার চেন্নাইন এফসি–র বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নামছে সবুজমেরুণ ব্রিগেড। প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচেই হেরেছে চেন্নাইন। ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া হবেই। সেকথা মাথায় রেখে সতর্ক মোহনবাগান কোচ। প্রথম দুটি ম্যাচে দল জয় পেলেও আত্মতুষ্টিতে ভুগতে নারাজ জুয়ান ফেরান্দো। চেন্নাইনের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘‌প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচে চেন্নাইন হারলেও ওদের হালকাভাবে নেওয়ার কিছু নেই। ঘরের মাঠে ঘুরে দাঁড়ানোর জন্য মরিয়া হবে। তাছাড়া দর্শক সমর্থনও ওদের দিকে থাকবে। সব দলই অ্যাওয়ে ম্যাচে হারলেও ঘরের মাঠে পয়েন্ট তুলে নিচ্ছে। তাই আমাদের সতর্ক থেকেই মাঠে নামতে হবে।’‌

গত মরশুমে দুটি সাক্ষাৎকারেই জয় আসেনি মোহনবাগানের। প্রথম পর্বের লড়াইয়ে ঘরের মাঠে হারতে হয়েছিল জুয়ান ফেরান্দোর দলকে। নিজেদের মাঠে চেন্নাইন আটকে দিয়েছিল। সেকথা মাথায় রাখছেন মোহনবাগান কোচ। গত মরশুমের মতো পরিস্থিতিতে যাতে পড়তে না হয়, সে ব্যাপারে সজাগ ফেরান্দো। ফুটবলারদের গত মরশুমের কথাও মনে করিয়ে দিয়েছেন। মাজিয়া এফসি–র বিরুদ্ধে এএফসি কাপে আক্রমণনভাগে দিমিত্রি পেত্রাতোস, আর্মান্দো সাদিকু, জেসন কামিন্স, হুগো বোমাস, চার বিদেশিকেই খেলিয়েছিলেন। আইএসএলে একজনকে বসাতে হবে। এখন দেখার ফেরান্দো প্রথম একাদশে কাকে রাখেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!