- মা | ঠে-ম | য় | দা | নে
- সেপ্টেম্বর ১১, ২০২৩
পিয়ারলেসের বিরুদ্ধে জঘন্য খেলেও সুপার সিক্সের পথে মোহনবাগান

হাতে ৩ ম্যাচ। খেলতে হবে পিয়ারলেস, মহমেডান ও ডায়মন্ডহারবার এফসি–র বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ থেকে কমপক্ষে ৫ পয়েন্ট পেতেই হবে। তবেই সুপার সিক্সের ছাড়পত্র মিলবে। গুরুত্বপূর্ণ ম্যাচে পিয়ারলেসকে ১–০ ব্যবধানে হারিয়ে সুপার সিক্সের দিকে আরও একধাপ এগিয়ে গেল মোহনবাগান সুপার জায়ান্ট। জঘন্য খেলেও পিয়ারলেসের বিরুদ্ধে জয় মোহনাবাগানের। ম্যাচের একমাত্র গোলটি করেন রোহন সিং।
কলকাতা প্রিমিয়ার লিগে সবচেয়ে দুর্বল দল পিয়ারলেস। মোহনাবাগানের বিরুদ্ধে ১১ জন ফুটবলার নামানোই কঠিন ছিল তাদের কাছে। শনিবার কয়েকজন ফুটবলারকে সই করিয়ে পরিস্থিতি সামাল দেন পিয়ারলেস কর্তারা। এই রকম দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধেও জিততে যথেষ্ট বেগ পেতে হয় সবুজমেরুণ ব্রিগেডকে। মোহনবাগান দলকে তো জার্সি দেখে চিনতে হচ্ছিল। ম্যাচের শুরু থেকেই উদ্দেশ্যহীন ফুটবল। তার ওপর গোল নষ্টের প্রদর্শনী। কিয়ান নাসিরি, ফারদিন আলি মোল্লারা যে সুযোগ নষ্ট করেন, চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন।
প্রথমার্ধে এলোমেলো ফুটবলের মাঝেই ২০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল মোহনবাগানের সামনে। কিয়ান নাসিরির শট পোস্টে লেগে ফিরে আসে। তবে গোলের জন্য মোহনবাগানকে খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২২ মিনিটে ব্রিজেশ গিরির ফ্রিকিক থেকে হেডে গোল করে দলকে এগিয়ে দেন রোহন সিং। প্রথমার্ধের বাকি সময়ে কয়েকটা সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেননি ফারদিন, কিয়ানরা।
দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের খেলায় কোনও বদল হয়নি। মিস পাসের ছড়াছড়ি, উদ্দেশ্যহীন ফুটবল। শেষদিকে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে পিয়ারলেস। কয়েকটা সুযোগও তৈরি করে। কাজে লাগাতে পারলে লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হত মোহনবাগানকে। এই জয়ের ফলে ১০ ম্যাচে ২৩ পয়েন্টে পৌঁছল মোহনবাগান।
❤ Support Us