Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ২৬, ২০২৩

‌সুনীল ছেত্রি নেই, তবুও বেঙ্গালুরুকে সমীহ মোহনবাগান কোচ ফেরান্দোর

আরম্ভ ওয়েব ডেস্ক
‌সুনীল ছেত্রি নেই, তবুও বেঙ্গালুরুকে সমীহ মোহনবাগান কোচ ফেরান্দোর

মরশুমের শুরু থেকেই দারুণ ছন্দে এগোচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টস। এখনও পর্যন্ত মাত্র একটা ম্যাচেই হার। ডুরান্ড কাপের গ্রুপ লিগে ইস্টবেঙ্গলের কাছে। তারপর থেকেই অপ্রতিরোধ্য। ইস্টবেঙ্গলকে হারিয়ে ডুরান্ড কাপ জয়। এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংস, ওডিশা এফসি–র বিরুদ্ধে জয়। আইএসএলেও জয়ের ধারা অব্যাহত। প্রথম ম্যাচে পাঞ্জাব এফসি–র বিরুদ্ধে দুর্দান্ত জয় তুলে নিয়েছে সবুজমেরুণ ব্রিগেড। বুধবার সামনে বেঙ্গালুরু এফসি। বিপক্ষে সুনীল ছেত্রির মতো স্ট্রাইকার না থাকা সত্ত্বেও বেঙ্গালুরুকে দারুণ সমীহ করছেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো।
সবুজমেরুণের কাছ ম্যাচটা সহজ হবে না, জানেন কোচ জুয়ান ফেরান্দো। এবছর আইএসএলের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হারতে হয়েছে। ঘুরে দাঁড়ানোর জন্য মোহনবাগান ম্যাচকেই বেছে নেবে বেঙ্গালুরু। এছাড়া গত মরশুমে প্লে অফে হারের প্রতিশোধ নেওয়ার জন্য মরিয়া হবে। গত বছর ঘরের মাঠে এই বেঙ্গালুরুর কাছে হারতে হয়েছিল সবুজমেরুণ ব্রিগেডকে। সেকথা মাথায় রাখছেন জুয়ান ফেরান্দো।
কার্ড সমস্যা কাটিয়ে এই ম্যাচে ফিরছেন অনিরুদ্ধে থাপা। তবে ভারতীয় দলের তারকা মিডফিল্ডারকে জুয়ান ফেরান্দো প্রথম একাদশে রাখবেন কিনা নিশ্চিত নয়। কারণ, উইনিং কম্বিনেশন ভাঙার পক্ষপাতি নন বাগান কোচ। তবে পছন্দের ৩–২–৩–২ ছকে সাহাল আব্দুল সামাদের পাশে অনিরুদ্ধকে ব্যবহারের ইঙ্গিতও দিয়ে রেখেছেন। আশিক কুরুনিয়ান ছাড়া বাকি সব ফুটবলারই ফিট। আশিক ও সুমিত রাঠি ছাড়া গোটা দলকেই হাতে পাচ্ছেন জুয়ান ফেরান্দো।
এশিয়ান গেমসে দেশের হয়ে খেলতে ব্যস্ত থাকায় মোহনবাগানের বিরুদ্ধে নেই সুনীল ছেত্রি। সুনীল না থাকায় বাড়তি সুবিধা পাবেন, মনে করছেন না মোহনবাগান কোচ। জুয়ান ফেরান্দো বলেন, ‘‌মোহনবাগান খেলবে বেঙ্গালুরুর বিরুদ্ধে, সুনীলের বিরুদ্ধে নয়। সুনীল না থাকলেও বেঙ্গালুরু যথেষ্ট শক্তিশালী। গুরুত্ব দিতেই হবে। তবে বিপক্ষ নয়, নিজের দলের খেলা নিয়ে আমি বেশি ভাবছি। লিগ সবে শুরু হয়েছে। এখনও অনেকটা পথ বাকি। একেকটা ম্যাচ ধরে এগোতে হবে। ধারাবাহিকতা ধরে রাখা জরুরি।’‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!