Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • সেপ্টেম্বর ৯, ২০২৪

পুলিশ এসি–র কাছেও হার!‌ লিগের শেষ ম্যাচেও মান বাঁচাতে পারল না মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
পুলিশ এসি–র কাছেও হার!‌ লিগের শেষ ম্যাচেও মান বাঁচাতে পারল না মোহনবাগান

কলকাতা প্রিমিয়ার লিগে সুপার সিক্সের আশা আগেই শেষ হয়ে গিয়েছিল। রবিবার পুলিশ এসি–র বিরুদ্ধে ছিল নিয়মরক্ষার ম্যাচ। নিয়মরক্ষার ম্যাচেও সম্মানহানি মোহনবাগান সুপার জায়ান্টের। অবনমনের আওতায় থাকা পুলিশ এসি–র কাছেও হার। জঘন্য ফুটবল উপহার দিয়ে কলকাতা লিগে লজ্জা বাড়াল সবুজমেরুন ব্রিগেড। পুলিশ এসি–র কাছে ৩–২ ব্যবধানে হেরে কলকাতা লিগ অভিযান শেষ করল মোহনবাগান সুপার জায়ান্ট।
রবিবার ব্যারাকপুর স্টেডিয়ামে মোহনবাগানের খেলা দেখে একবারও মনে হয়নি জেতার জন্য মাঠে নেমেছে। শুরু থেকেই জঘন্য ফুটবল। পুলিশ এসি–র ফুটবলারদের এতটাই দাপট ছিল, জার্সি দেখে চিনতে হচ্ছিল মোহনবাগানকে। প্রথম থেকেই একের পর এক আক্রমণ তুলে নিয়ে এসে পুলিশ এসি–র ফুটবলাররা ব্যতিব্যস্ত করে রাখছিল বাগান রক্ষণকে। ম্যাচের ১৪ মিনিটেই এগিয়ে যায় পুলিশ এসি। বক্সের অনেকটা বাইরে থেকে জোরালো শটে গোল করেন শেখ আসিফ আহমেদ। এই গোলের জন্য বাগান গোলকিপার অভিষেক বালোয়ারিকে দায়ি করা যায়। ৩২ মিনিটে ২–০ করেন বিশ্বজিৎ চক্রবর্তী। তাঁর শট মোহনবাগানের ডিফেন্ডার ব্রিজেশ গিরির পায়ে লেগে দিক পরিবর্তন করে গোলে ঢুকে যায়। প্রথমার্ধে ২ গোলেই এগিয়ে ছিল পুলিশ এসি।
দ্বিতীয়ার্ধেও মোহনবাগানের খেলার কোনও বদল নেই। সেই একই ছবি। বরং পুলিশ এসি–র ফুটবলাররা আরও দাপট দেখাতে থাকেন। ম্যাচের ৭০ মিনিটে তৃতীয় গোল তুলে নেয় পুলিশ এসি। সুখচাঁদ কিস্কুর ফ্রি কিক ফিস্ট করে আংশিক প্রতিহত করেন বাগান গোলকিপার অভিষেক। ফিরতি বল পেয়ে যান আশিস বক্সি। ৩–০ করতে ভুল করেননি তিনি। ৩ গোলে পিছিয়ে পড়ে সম্বিত ফেরে মোহনবাগানের। আরও বড় লজ্জার হাত থেকে বাঁচতে মরিয়া হয়ে ওঠে। ম্যাচের ৮৮ মিনিটে মোহনবাগানের হয়ে ব্যবধান কমান এংসন সিং। ইনজুরি সময়ে ৩–২ করেন পরিবর্ত হিসেবে মাঠে নামা বিনয়। ১২ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ‘‌বি’‌–তে সপ্তম স্থানে শেষ করল মোহনবাগান। মাত্র ৪ ম্যাচে জয় পেয়েছে। হার ও ড্র ৪টি করে ম্যাচে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!