Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ১, ২০২৪

ইনজুরি সময়ে চূড়ান্ত নাটক, চেন্নাইনের কাছে হেরে লিগ শিল্ড জয়ের রাস্তা কঠিন মোহনবাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
ইনজুরি সময়ে চূড়ান্ত নাটক, চেন্নাইনের কাছে হেরে লিগ শিল্ড জয়ের রাস্তা কঠিন মোহনবাগানের

ম্যাচের ইনজুরি সময়ের ২ মিনিট অতিক্রান্ত। ২–১ ব্যবধানে পিছিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস। পরাজয় প্রায় নিশ্চিত। এমন সময়ই আর্মান্দো সাদিকুকে নিজেদের বক্সে ফাউল করেন চেন্নাইন এফসি–র অঙ্কিত মুখার্জি। পেনাল্টির নির্দেশ দেন রেফারি। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দিমিত্রি পেত্রাতোস। মোহনবাগান সমর্থকরা সেই মুহূর্তে স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন ১ পয়েন্টের আশায়। কিন্তু নাটক যে আরও বাকি, কে জানত?‌
সমতা ফেরানোর পর জয়ের নেশায় বাড়তি উৎসাহে শেষ মুহূর্তে ঝাঁপিয়ে পড়েছিল সবুজমেরুণ ব্রিগেড। ম্যাচের একেবারে অন্তিমলগ্নে অতি উৎসাহের খেসারত দিতে হল মোহনবাগানকে। ৯৬ মিনিটের মাথায় আয়ুষ অধিকারীর থ্রু ধরে বাগান গোলকিপারকে টপকে চেন্নাইন এফসি–কে ৩–২ ব্যবধানে জয় এনে দেন ইরফান এডওয়ার্ড। পচা শামুকে পা কেটে একদিকে যেমন লিগ টেবিলের শীর্ষে ওয়ার সুযোগ হাতছাড়া করল মোহনবাগান, তেমনই লিগ লিল্ড জয়ের রাস্তা কঠিন করে ফেলল। টানা ৮ ম্যাচ পর হার মোহনবাগানের।
অসুস্থতার জন্য রবিবার রিজার্ভ বেঞ্চে ছিলেন না সবুজমেরুণ কোচ আন্তোনীয় লোপেজ হাবাস। তাতেও মোহনবাগানের পরিকল্পনায় কোনও তারতম্য ঘটেনি। হাবাসের দেখানো পথেই রক্ষণ শক্তিশালী করে দল সাজিয়েছিলেন সহকারী কোচ ম্যানুয়েল কাসকালানা। ম্যাচের শুরুর দিকে চেন্নাইনের আক্রমণের ঝাঁঝ বেশি ছিল। তা সামলে ধীরে ধীরে ম্যাচের দখল নেয় মোহনবাগান। তবে প্রথম গোলের সুযোগ পায় চেন্নাইন। ১৬ মিনিটে জর্ডনের হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ২৬ মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। বাঁদিক থেকে উঠে গিয়ে মাইনাস করেছিলেন লিস্টন কোলাসো। জোরালো শটে গোল করেন জনি কাউকো। প্রথামার্ধে খেলার ফল থআকে ১–০।
দ্বিতীয়ার্ধে মোহনবানের খেলায় তেমন ঝাঁঝ ছিল না। সেই সুযোগে ৭৩ মিনিটে কাউকোর ভুলে বল পেয়ে সমতা ফেরান চেন্নাইনের জর্ডন মারে। মিনিট চারেক পরেই তাঁর হেড গোলকিপার বিশাল কাইথ অবিশ্বাস্য দক্ষতায় না বাঁচালে তখনই পিছিয়ে পড়ত মোহনবাগান। তবে বেশিক্ষণ চেন্নাইনকে আটকে রাখা যায়নি। ৮০ মিনিটে ক্রিভেলারোর কর্নার থেকে হেডে গোল চেন্নাইনকে এগিয়ে দেন রায়ান ক্রিস্টোফার। এরপর ম্যাচের ইনজুরি চূড়ান্ত নাটক। চেন্নাইনের কাছে আটকে ১৯ ম্যাচে ৩৯ পয়েন্ট পেয়ে দ্বিতীয় স্থানেই থাকল মোহনবাগান সুপার জায়ান্টস। ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়ে শীর্ষে মুম্বই সিটি এফসি। ‌


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!