Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • অক্টোবর ২৫, ২০২৩

এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরার কাছে পয়েন্ট হারাল মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরার কাছে পয়েন্ট হারাল মোহনবাগান

চিত্র সৌজন্য: ফেসবুক

মরশুমের শুরু থেকেই দারুণ ছন্দে এগিয়ে চলছিল মোহনবাগান সুপার জায়ান্টস। ডুরান্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার পর আইএসএল, এএফসি কাপেও ধারাবাহিকতা ধরে রেখেছিল। এএফসি কাপে প্রথম দুটি ম্যাচ জয়ের পর অবশেষে তৃতীয় ম্যাচে এসে আটকে গেল পালতোলা নৌকা। বাংলাদেশের বসুন্ধরা কিংসের সঙ্গে ম্যাচ ২–২ ড্র। মোহনবাগানের হয়ে দুটি গোল করেন দিমিত্রি পেত্রাতোস ও আশিষ রাই। বসুন্ধরা কিংসের গোল দুটি ডোরিয়েল্টন ও রোবিনহোর।

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচটা ঘরের মাঠে ছিল মোহনবাগান সুপার জায়ান্টসের। কিন্তু পুজোর জন্য কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে খেলার অনুমতি দেয়নি প্রশাসন। তাই ম্যাচটা ওডিশার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছিল। ফলে নিজেদের দর্শকদের সামনে খেলার সুযোগ হাতছাড়া হয় মোহনবাগান সুপার জায়ান্টসের। বিজয়া দশমীতে সমর্থকদের জয় উপহার দিতে ব্যর্থ জুয়ান ফেরান্দোর ফুটবলাররা।

বসুন্ধরা কিংসের বিরুদ্ধে গোলের জন্য শুরু থেকেই ঝাঁপিয়ে পড়েছিল মোহনবাগান সুপার জায়ান্টস। ২০ মিনিটে গোলও তুলে নিয়ে নিয়েছিল। দিমিত্রি পেত্রাতোসের পাস থেকে বসুন্ধরার জালে বল ঢুকিয়েছিলেন লিস্টন কোলাসো। অফসাইডের জন্য সেই গোল বাতিল হয়। তবে এগিয়ে যাওয়ার জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মোহনবাগানকে। কামিন্সের কাছ থেকে বল পেয়ে দলকে এগিয়ে দেন পেত্রাতোস। যদিও গোল বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মোহনবাগান। ৩৩ মিনিটে বসুন্ধরার হয়ে সমতা ফেরান ডোরিয়েল্টন। প্রথমার্ধে ম্যাচের ফল থাকে ১–১।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার সুযোগ এসেছিল বসুন্ধরা কিংসের সামনে। ডোরিয়েল্টনের দুরন্ত শট ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের ৫৪ মিনিটে আবার এগিয়ে যায় মোহনবাগান সুপার জায়ান্টস। পেত্রাতোসের পাস থেকে দুরন্ত শটে গোল করেন আশিষ রাই। এরপর সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে বসুন্ধরা কিংস। একের পর এক আক্রমণ তুলে নিয়ে আসে মোহনবাগান বক্সে। ৬৯ মিনিটে বক্সের বাঁদিকে রোবিনহোকে পেছন থেকে ট্রিপ করেন আশিষ রাই। রেফারি পেনাল্টির নির্দেশ দেন। পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান রোবিনহো।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!