Advertisement
  • মা | ঠে-ম | য় | দা | নে
  • জুন ১২, ২০২৪

হাবাসকে সরিয়ে মোহনবাগান সুপার জায়ান্টসের হেড কোচের হট সিটে মোলিনা

আরম্ভ ওয়েব ডেস্ক
হাবাসকে সরিয়ে মোহনবাগান সুপার জায়ান্টসের হেড কোচের হট সিটে মোলিনা

সামনের মরশুমে মোহনবাগান সুপার জায়ান্টসের হেড কোচের হট সিটে আর দেখা যাবে না আন্তোনীয় লোপেজ হাবাসকে। তাঁর জায়গায় মোহনবাগানের নতুন হেড কোচ হলেন হোসে ফ্রান্সিসকো মোলিনা। ২০১৬ সালে অ্যাটলেটিকো দি কলকাতার হেড কোচের দায়িত্বে ছিলেন। তাঁর হাত ধরেই সেবছর আইএসএলে চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে। দলের ভাগ্য ফেরাতে আবার মোলিনার হাতেই দায়িত্ব তুলে দেওয়া হল।
গত মরশুমে জুয়ান ফেরান্দোকে সরিয়ে হাবাসের হাতে দায়িত্ব তুলে দিয়েছিলেন মোহনবাগান কর্তারা। তাঁর কোচিংয়ে লিগ–শিল্ড জিতলেও দলকে আইএসএলে চ্যাম্পিয়ন করতে পারেননি। তাই হাবাসকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১৬ সালে ৫ মে এটিকে–র হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন মোলিনা। ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন। ২০১৭–র জানুয়ারিতে অ্যাটলেটিকো সান লুইসের হেড কোচের দায়িত্ব নেন। ২০১৮–র জুলাই পর্যন্ত দায়িত্ব সামলান। এরপর তিনি যোগ দেন স্পেন ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল ডিরেক্টরের পদে। ২০২৩ সালের ১ জানুয়ারি পর্যন্ত দায়িত্ব সামলান। আপাতত তিনি ফাঁকাই ছিলেন। তাঁর সঙ্গে বেশ কিছুদিন আগেই যোগাযোক করেন মোহনবাগান কর্তারা। অবশেষে চুক্তি চূড়ান্ত হয়েছে।
মোহনবাগান সুপার জায়ান্টসের দায়িত্ব নেওয়ার পর মোলিনা বলেন, ‘‌মোহনবাগান সুপার জায়ান্ট দলের মতো ঐতিহ্যশালী ক্লাবের কোচ হতে পেরে গর্বিত। চেষ্টা করবদলকে সাফল্য এনে দেওয়ার। ক্লাবের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা আমাকে হেড কোচ হিসেবে বেছে নেওয়ায় সম্মানিত বোধ করছি।’‌ খোলোয়াড়ী জীবনে স্পেনের জাতীয় দলের গোলকিপারের দায়িত্ব সামলেছেন। ৪ বছর স্পেনের জাতীয় দলের হয়ে খেলেছিলেন। ১৯৯৬ ও ২০০০ সালের ইউরো কাপ ও ১৯৯৮ সালের বিশ্বকাপ দলেও ছিলেন। ২০০৯–১০ মরশুমে ভিয়ারিয়াল সি দলের হয়ে কোচিং জীবন শুরু করেন। এরপর ভিয়ারিয়ালের বি দলের কোচিং করানোর পর ভিয়ারিয়ালের মূল দলের কোচ ছিলেন। ২০১৩ থেকে ২০১৪ পর্যন্ত অবধি ছিলেন গেটাফে বি দলের কোচ। ২০১৪ সালে হংকংয়ের কিচি এফসির কোচ হন। তাঁর কোচিংয়ে তিনটি ট্রফি জেতে কিচি এফসি। এরপর তিনি যোগ দেন এটিকে–তে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!