- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ফেব্রুয়ারি ৯, ২০২৪
একগুচ্ছ সমস্যা নিয়েই হায়দরাবাদের বিরুদ্ধে জয়ের খোঁজে নামছে মোহনবাগান
জুয়ান ফেরান্দোর হাত থেকে দায়িত্ব নেওয়ার পর থেকেই অস্বস্তিতে মোহনবাগান সুপার জায়ান্টস কোচ আন্তোনীয় লোপেজ হাবাস। তিনি দায়িত্ব নেওয়ার আগে আইএসএলে টানা ৩ ম্যাচে হেরেছিল মোহনবাগান। সমর্থকরা স্বপ্ন দেখেছিল, হাবাসের হাত ধরে ডার্বিতে ঘুরে দাঁড়াবে দল। ইস্টবেঙ্গলের সঙ্গে ড্র করে মাঠ ছেড়েছিল মোহনবাগান। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে শনিবার যুবভারতীতে হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে মাঠে নামছে সবুজমেরুন ব্রিগেড। ফুটবলারদের চোট–আঘাত ও কার্ড সমস্যা ভাবাচ্ছে মোহনবাগান কোচকে।
চোট সারিয়ে দীর্ঘদিন পর ডার্বিতে মাঠে নেমেছিলেন আনোয়ার আলি। হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে শুরুর দিকেই ছিটকে যান। ব্রেন্ডন হামিলও চোট পেয়েছেন। কার্ড সমস্যায় দীপক টাংরি। শনিবার হায়দরাবাদের বিরুদ্ধে রক্ষণের এই তিন ফুটবলারকে পাবেন না হাবাস। রক্ষণ নিয়ে আবার নতুন করে তাঁকে ভাবতে হচ্ছে। কার্ড সমস্যার জন্য আর্মান্দো সাদিকুও হায়দরাবাদ ম্যাচে খেলতে পারবেন না।
দলের চারজন গুরুত্বপূর্ণ ফুটবলারকে না পেলেও ভেঙে পড়ছেন না বাগান কোচ। হায়দরাবাদ এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘৪ জন গুরুত্বপূর্ণ ফুটবলারকে পাব না। এই নিয়ে হা–হুতাশ করে লাভ নেই। কোনও অজুহাত খাড়া করতে চাই না। দলে যোগ্য পরিবর্ত আছে। সবাই পেশাদার ফুটবলার। প্রত্যেকের চাপ নেওয়ার ক্ষমতা আছে। তাদের নিয়েই লড়াই করব।’ প্লে অফের দিকে আরও এগিয়ে যেতে হায়দরাবাদ ম্যাচ থেকে ৩ পয়েন্টই পাখির চোখ করছেন হাবাস।
হুগো বুমোসকে নিয়ে ডার্বির আগে সমস্যা তৈরি হয়েছিল মোহনবাগান শিবিরে। শৃঙ্খলাভঙ্গের জন্য বুমোসকে ডার্বি ম্যাচে ১৮ জনের দলেই রাখেননি হাবাস। সমস্যা মিটেছে। অনুশীলনও করেছেন বুমোস। হায়দরাবাদ ম্যাচে দলের এই আক্রমণভাগের ফুটবলারকে মাঠে নামাবেন কিনা, তা খোলসা করেননি বুমোস। দুই দল শেষ মুখোমুখি হয়েছিল সুপার কাপে। বিদেশিহীন হায়দরাবাদের বিরুদ্ধে জিততে কালঘাম ছুটে গিয়েছিল মোহনবাগানের। এবার বিদেশিরা খেলবেন। সবুজমেরুন ব্রিগেডকে কিন্তু চ্যালেঞ্জের মুখে পড়তে হবে।
❤ Support Us