- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- ডিসেম্বর ১৫, ২০২৩
জয়ে ফেরার স্বপ্ন নিয়ে আজ নর্থইস্টের বিরুদ্ধে নামছে মোহনবাগান
মরশুমের প্রথম থেকেই দারুণ গতিতে এগোচ্ছিল পালতৌলা নৌকা। এএফসি কাপে বাংলাদেশের বসুন্ধরা কিংসের কাছে হারের পর থেকেই ছন্দপতন। এএফসি কাপ ও আইএসএল মিলিয়ে শেষ ৫ ম্যাচে মাত্র একটাতে জয় মোহনবাগান সুপার জায়ান্টসের। আইএসএলে ৫ ম্যাচ টানা জয়ের পর আগের ম্যাচে ওডিশা এফসি–র কাছে আটকে গিয়েছিল জুয়ান ফেরান্দোর দল। ছন্দে ফেরার লড়াইয়ে আজ নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে মাঠে নামছে সবুজমেরুন ব্রিগেড।
মোহনবাগানের কাছে সুখবর, চোট সারিয়ে এই ম্যাচে প্রথম একাদশে ফিরছেন দলের অন্যতম সেরা অস্ত্র দিমিত্রি পেত্রাতোস। তাঁর মাঠে ফেরাটাই আত্মবিশ্বাস জোগাচ্ছে মোহনবাগান শিবিরকে। তাঁর অন্তর্ভূক্তি যে দলের শক্তি বাড়াবে, সেকথা নিশ্চিতভাবেই বলা যায়। ওডিশা এফসি–র বিরুদ্ধে ২ গোলে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধে দারুণভাবে ম্যাচে ফিরে এসেছিল মোহনবাগান। জোড়া গোল করে দলের হার বাঁচিয়েছিলেন আর্মান্দো সাদিকু। তাঁর গোলে ফেরাটাও মোহনাবাগন কোচের কাছে বাড়তি স্বস্তি। এছাড়াও চোট সারিয়ে প্রথম একাদশে ফিরছেন মনবীর সিংও। তবে চোটের জন্য সাহাল আব্দুল সামাদ ও গ্লেন মার্টিন্সকে পাবে না মোহনবাগান।
আজ মোহবাগানের কাছে ঘুরে দাঁড়ানোর দারুণ সুযোগ। শেষ চারটি ম্যাচে একটাতেও জিততে পারেনি নর্থ–ইস্ট ইউনাইটেড। এর মধ্যে আবার ইস্টবেঙ্গলের কাছে ৫ গোল হজম করতে হয়েছিল। তা সত্ত্বেও নর্থ–ইস্ট ইউনাইটেডকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে মোহনবাগান শিবির। কারণ, গত মরশুমে লিগ টেবিলের শেষে থাকা নর্থ–ইস্ট ইউনাইটেডের কাছে হারতে হয়েছিল। মোহনবাগানের সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা নর্থ–ইস্টের বিরুদ্ধে মাঠে নামার আগে বলেন, ‘গত বছর এই দলের কাছেই হারতে হয়েছিল। কোনও প্রতিপক্ষকেই দুর্বল মনে করি না। হায়দরাবাদের বিরুদ্ধে আগের ম্যাচে নর্থ–ইস্টের জেতা ম্যাচ ছিল। বেশ কয়েকজন ভাল ফুটবলার রয়েছে। গুরুত্ব দিতেই হবে।’
ওডিশা এফসি–র বিরুদ্ধে ম্যাচের শেষে রয় কৃষ্ণার সঙ্গে বিতর্কে জড়িয়ে লাল কার্ড দেখেছিলেন মোহনবাগান কোচ জুয়ান ফেরান্ডো। তাই নর্থ–ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচে তিনি রিজার্ভ বেঞ্চে বসতে পারবেন না। সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডাকেই দায়িত্ব সামলাতে হবে। মিরান্ডার সামনে বড় চ্যালেঞ্জ। তবে তিনি যে চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি, এএফসি কাপে মালদ্বীপে মাজিয়া এফসি–র বিরুদ্ধে প্রমাণ করে দিয়েছেন।
চোট সারিয়ে একমাস বাদে দলে ফিরছেন দিমিত্রি পেত্রাতোস। এটা বাড়তি স্বস্তি দিচ্ছে ক্লিফোর্ড মিরান্ডাকে। তিনি বলেন, ‘দিমিত্রি দলের জন্য কতটা গুরুত্বপূর্ণ, গত মরশুমে এবং এই মরশুমেও প্রমাণ করে দিয়েছে। ও খেললে আক্রমণের ধার অনেকটাই বাড়বে।’ ওড়িশা ম্যাচের আগে হঠাৎ চোট পাওয়া হুগো বুমোসও মাঠে নামার জন্য তৈরি। তবে সাহাল আব্দুল সামাদ ও গ্লেন মার্টিন্সকে এই ম্যাচে পাচ্ছে না মোহনবাগান।
❤ Support Us