Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • এপ্রিল ২৩, ২০২৪

আজ সেমিফাইনালে সামনে ওডিশা এফসি, মনোবল তুঙ্গে মোহনবাগানের

আরম্ভ ওয়েব ডেস্ক
আজ সেমিফাইনালে সামনে ওডিশা এফসি, মনোবল তুঙ্গে মোহনবাগানের

আজ ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে আইএসএলের প্রথম পর্বের সেমিফাইনাল খেলতে নামছে মোহনবাগান। প্রতিপক্ষ ওডিশা এফসি। ওডিশার বিরুদ্ধে মাঠে নামার আগে চনমনে সবুজ–মেরুন শিবির। পেত্রাতোসদের আত্মবিশ্বাস বাড়িয়েছে লিগ পর্বের শেষ ম্যাচে মুম্বই সিটি এফসি–র বিরুদ্ধে জয়। সেই আত্মবিশ্বাস সম্বল করেই আজ ওডিশা এফসি বৈতরণী পার হতে চায় হাবাস ব্রিগেড। তবে সেমিফাইনালের আগে ফুটবলারদের মধ্যে যাতে আত্মতুষ্টি না আসে, সেই ব্যাপারে সজাগ বাগান কোচ।

মোহনবাগান শিবিরের স্বপ্ন ছিল লিগ শিল্ড জয়। স্বপ পূরণ হয়েছে। এবার পাখির চোখ আইএসএল খেতাব। সেই লক্ষ্য নিয়েই আজ প্রথম পর্বের সেমিফাইনালে নামছে মোহনবাগান। যদিও প্রথম পর্বের সেমিফাইনাল মোহনবাগানের কাছে খুব একটা সহজ হবে না। ঘরের মাঠে ওডিশা যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। চলতি মরশুমে আইএসএলে ওডিশার বিরুদ্ধে মোহনবাগানের একটাও জয় নেই। তবে এএফসি কাপে কলিঙ্গ স্টেডিয়ামেই ওডিশাকে হারিয়েছিল মোহনবাগান। ঘরের মাঠে অবশ্য হারতে হয়েছিল।

দুই দলের আক্রমণ যথেষ্ট শক্তিশালী। মোহনবাগানে যেমন রয়েছেন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসোর মতো ফুটবলাররা। চোট সারিয়ে সাহাল আব্দুল সাহালও এই ম্যাচ খেলার জন্য তৈরি। অন্যদিকে, ওডিশাতে রয়েছেন দিয়োগো মরিসিও, আহমেদ জাহু, রয় কৃষ্ণার মতো তারকারা। তবে এগিয়ে থেকেই মাঠে নামবে ওডিশা এফসি। কারণ, ঘরের মাঠে বিশাল জনসমর্থন থাকবে ওডিশার দিকে।

রয় কৃষ্ণা, দিয়োগো মরিসিওদের আটকাতে রক্ষণের ওপর বেশি জোর দিতে চান বাগান কোচ হাবাস। রক্ষণে আনোয়ার, ইউস্তে, শুভাশিসের সামনে ব্লকার হিসেবে দীপক টাংরি ও অভিষেক সূর্যবংশীকে খেলানোর পরিকল্পনা রয়েছে। মাঝমাঠে লিস্টন, মনবীরের সঙ্গে জনি কাউকো। আক্রমণভাগে দিমিত্রি পেত্রাতোস ও আর্মান্দো সাদিকু। সাহালকে পরিবর্ত হিসেবে ব্যবহার করতে চান হাবাস। লিগ শিল্ড জিতে বাগান শিবিরের মনোবল তুঙ্গে। ঘরের মাঠে খেলা হলেও মোহনবাগানকে অবশ্য যথেষ্ট গুরুত্ব দিচ্ছে ওডিশা শিবির।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!