- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৭, ২০২৪
দুই দলের সমর্থকদের জন্য ডার্বির টিকিটের দামে বৈষম্য, ক্ষুব্ধ মোহনবাগান
মাঠে বল গড়ানোর চারদিন আগেই শুরু হয়ে গেল আইএসএলের ডার্বি ম্যাচের টিকিট নিয়ে বিতর্ক। সমর্থকদের জন্য বরাদ্দ টিকিটের দামের বৈষম্য নিয়ে ক্ষুব্ধ মোহনবাগান। এই ব্যাপারে প্রতিবাদ জানানোর কথা ভাবছেন বাগান কর্তারা।
আইএসএলের প্রথম পর্বের ডার্বির আয়োজক ছিল মোহনবাগান। ফিরতি ডার্বির আয়োজক ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল টিকিটের যে দাম ধার্য করেছে, তাতে বৈষম্য রয়েছে। বি ১, বি ৩ ব্লকে ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য টিকিটের দাম ধার্য হয়েছে ১০০ টাকা। এ ১ ব্লকের জন্য ১৫০ টাকা। সি ১ ও ৩ ব্লকের জন্য ২০০ টাকা। বি ২ ব্লকের টিকিটের দাম রাখা হয়েছে ২৫০ টাকা, এ ২ ব্লকে ৩০০ ও সি ২ ব্লকে ৪০০ টাকা।
অন্যদিকে, মোহনবাগান সমর্থকদের জন্য ডি ৩ ব্লকের টিকিটের দাম ২৫০ টাকা, এ ১ এবং সি ৩ ব্লকের জন্য ৩০০ টাকা, সি ১ এবং সি ৩ ব্লকের টিকিটের দাম ৩৫০ টাকা। ডি ২ ব্লকের জন্য মোহনবাগান সমর্থকদের দিতে হবে ৪০০ টাকা এবং এ ২ ব্লকের টিকিটের দাম ধার্য করেছে ৫০০ টাকা। ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য ভিআইপি টিকিটের দাম ১০০০ থাকলেও মোহনবাগান সমর্থকদের জন্য ধার্য হয়েছে ১৫০০ টাকা। টিকিটের দামের এই পার্থক্য নিয়েই বিতর্ক শুরু হয়েছে।
বুধবার অন লাইনে টিকিট বিক্রি শুরু হতেই বিতর্ক দেখা দেয়। টিকিটের দামে বৈষম্য থাকায় ক্ষুব্ধ সবুজ–মেরুন সমর্থকরা। মোহনবাগান সচিব দেবাশিস দত্ত বলেন, ‘আগে কখনও টিকিটের দাম নিয়ে এইরকম নোংরামি হয়নি। খুবই খারাপ দৃষ্টান্ত তৈরি হল। ভবিষ্যতে এর ভয়ঙ্কর প্রভাব পড়তে পারে।’ ইমামির পক্ষ থেকে দাবি করা হয়েছে, প্রথম ডার্বির আয়োজক ছিল মোহনবাগান। ওই ম্যাচে টিকিটের দাম যা ছিল, সেই দামেই এবারও টিকিট বিক্রি করা হচ্ছে। শুধুমাত্র ইস্টবেঙ্গল সমর্থকদের জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে।
❤ Support Us