শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
এগিয়ে গিয়েও শেষরক্ষা হল না। কলকাতা প্রিমিয়ার ডিভিশন প্রিমিয়ার লিগের মিনি ডার্বিতে হার বাঁচাল মহমেডান। মোহনবাগানের সঙ্গে তাদের খেলার ফলাফল ২–২। মোহনবাগানের হয়ে দুটি গোল করেন কিয়ান নাসিরি ও টাইসন সিং। মহমেডানের হয়ে গোলদুটি করেন রেমসাঙ্গা ও ফৈয়াজ। ১২ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে গ্রুপ লিগ শেষ করল মহমেডান। অন্যদিকে, ১১ ম্যাচে ২৪ পয়েন্ট পেয়ে কার্যত সুপার সিক্সে পৌঁছে গেল মোহনবাগান।
এদিন কল্যানীতে মিনি ডার্বিতে দারুণ শুরু করেছিল মহমেডান। প্রথম থেকেই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে সবুজমেরুণের ওপর। এদিন ১৫ মিনিটের মধ্যে দু–দুটি সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজে লাগাতে পারেনি। তবে গোলের জন্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি মহমেডানকে। মহমেডানের এগিয়ে যাওয়ার পেছনে মোহনবাগান গোলকিপার জাহিদের অবদানই বেশি। ম্যাচের ২০ মিনিটে রেমসাঙ্গার জোরালো শট জাহিদের পায়ের ফাঁক দিয়ে জালে জড়িয়ে যায়। মিনিট তিনেক পর ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল মহমেডানের সামনে। আঙ্গুসানার শট গোললাইন থেকে বাঁচান রাজ বাসফোর। তিন কাঠির নিচে আতঙ্ক হয়ে দাঁড়িয়েছিলেন মোহনবাগান গোলকিপার জাহিদ। ৪০ মিনিটে তাঁকে তুলে দেবনাথ মণ্ডলকে নামান মোহনবাগান কোচ বাস্তব রায়।
দ্বিতীয়ার্ধে অবশ্য দারুণভাবে ঘুরে দাঁড়ায় মোহনবাগান। তবে মহমেডানও ম্যাচ থেকে হারিয়ে যায়নি। প্রতিআক্রমণে উঠে এসে বারাবার হানা দিচ্ছিল সবুজমেরুণ বক্সে। ৫৬ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল রেমসাঙ্গার কাছে। একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে তাঁর শট বাঁচিয়ে দলের নিশ্চিত পতন রোধ করেন দেবনাথ মণ্ডল। অবশেষে ৫৯ মিনিটে সমতা ফেরায় মহমেডান। অভিষেকের সেন্টার বুক দিয়ে নামিয়ে দুরন্ত গোল করেন কিয়ান নাসিরি। জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে মোহনবাগান। একের পর এক সুযোগও তৈরি হয়। অবশেষে ৮০ মিনিটে বক্সের বাইরে থেকে দুরন্ত শটে মোহনবাগানকে এগিয়ে দেন টাইসন সিং। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে মহমেডান। ৮৪ মিনিটে এরশাদের শট পোস্টে লেগে ফিরে আসে। ম্যাচের একেবারে অন্তিম মুহূর্তে পরিবর্ত হিসেবে মাঠে নামা ফৈয়াজ গোল করে দলের দলের মান বাঁচান।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34