Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১, ২০২৪

দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ে মোহনবাগানের সামনে কাঁটা খালিদ জামিল

আরম্ভ ওয়েব ডেস্ক
দ্বিতীয় স্থানে ওঠার লড়াইয়ে মোহনবাগানের সামনে কাঁটা খালিদ জামিল

বৃহস্পতিবার ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় তুলে নিয়ে মোহনবাগানের ওপর চাপ বাড়িয়েছে ওড়িশা এফসি। ১৭ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে ওড়িশা। ১৫ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে মোহনবাগান। এই অবস্থায় শুক্রবার জামশেদপুর এফসি-র বিরুদ্ধে খেলতে নামছে সবুজমেরুন ব্রিগেড।  জিতলে মুম্বই সিটি এফসি-কে টপকে দ্বিতীয় স্থানে উঠে আসবে। চাপ নিয়েই আজ জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামতে হচ্ছে মোহনবাগান সুপার জায়ান্টসকে। সবুজমেরুনের সামনে কাঁটা হয়ে দাঁড়াতে পারেন প্রাক্তন কোচ খালিদ জামিল।

আগের ম্যাচে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতে আত্মবিশ্বাস বাড়িয়েছে জামশেদপুর এফসি। তাছাড়া খালিদ জামিলের কোচিংয়ে এই মুহূর্তে দারুন ফুটবল উপহার দিচ্ছে। জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে কিছুটা হলেও উদ্বিগ্ন মোহনবাগান সুপার জায়ান্টস কোচ আন্তনীয় লোপেজ হাবাস। একদিকে বদলে যাওয়া জামশেদপুর, অন্যদিকে, জামসেদপুরের সেট পিস দক্ষতা। কারণ আগের ম্যাচেই ইনজুরি সময়ে দুরন্ত সেট পিস গোলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জয় তুলে নিয়েছিল জামশেদপুর।

জামশেদপুরের এই দক্ষতার কথা মাথায় রেখে সতর্ক সবুজমেরুন কোচ হাবাস। শুক্রবার জামশেদপুরের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, “সেট পিসে জামশেদপুর দারুন দক্ষ। বক্সের বাইরে যাতে ওরা ফ্রিকিক না পায়, সেই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। কর্নার এর ব্যাপারেও আমাদের যথেষ্ট সতর্ক থাকতে হবে। পরিকল্পনা করে খেলতে হবে।”

শেষ পাঁচ ম্যাচে অপরাজিত জামশেদপুর এফসি। তার মধ্যে তিনটিতে জয়, দুটি ড্র। জামশেদপুরেরকে যথেষ্ট সমীহ করছেন হাবাস। ওড়িশ্যার বিরুদ্ধে আগের ম্যাচে প্রচুর গোলের সুযোগ নষ্ট করেছিলেন আর্মান্দো সাদিকু জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা। গোলের সুযোগ নষ্ট অবশ্যই ভাবার বিষয়। যদিও হাবাস স্ট্রাইকারদের সুযোগ নষ্ট নিয়ে চিন্তিত নন। তিনি বলেন, “গোলের সুযোগ তৈরি হচ্ছে এটাই বড় কথা। যত বেশি সুযোগ তৈরি করতে পারব, ততই গোলের সম্ভাবনা বাড়বে। আমি ফুটবলারদের গোল নষ্ট নিয়ে একেবারেই চিন্তিত নই।” বিপক্ষে রয়েছে ড্যানিয়েল চিমার মতো স্ট্রাইকার। তবে হাবাসের কাছে স্বস্তি চোট সারিয়ে খেলার মতো জায়গায় এসেছেন ব্রেন্ডন হামিল।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!