Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • ফেব্রুয়ারি ১০, ২০২৪

হাবাসের হাত ধরে ৪ ম্যাচ পর আইএসএলে জয়ে ফিরল মোহনবাগান

আরম্ভ ওয়েব ডেস্ক
হাবাসের হাত ধরে ৪ ম্যাচ পর আইএসএলে জয়ে ফিরল মোহনবাগান

আন্তোনীয় লোপেজ হাবাসের হাত ধরেই কি ঘুরে দাঁড়াতে চলেছে মোহনবাগান সুপার জায়ান্টস?‌ ইঙ্গিতটা স্পষ্ট। জুয়ান ফেরান্দোর হাত ধরেই আইএসএলে জয়ের সরণিতে ফিরল সবুজমেরুণ ব্রিগেড। শনিবার ইস্টবেঙ্গলের হারের দিনে জয় তুলে নিল মোহনবাগান। ঘরের মাঠে লিগ টেবিলের নিচে থাকা হায়দরাবাদ এফসি–কে হারাল ২–০ ব্যবধানে। মোহনবাগানের হয়ে গোলদুটি করেন অনিরুদ্ধ থাপা ও জেসন কামিংস। আইএসএলে ৪ ম্যাচ পর জয়ে ফিরল মোহনবাগান।
চোট–আঘাত ও কার্ড সমস্যার জন্য এদিন প্রথম একাদশের বেশ কয়েজন ফুটবলারকে পাননি হাবাস। প্রথম একাদশে মাত্র ৩ বিদেশি, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোস ও ভিক্টর ইউস্তে। ব্রেন্ডন হামিল না থাকায় নতুনভাবে রক্ষণ সাজাতে হয়েছিল হাবাসকে।  প্রথম একাদশে রেখেছিলেন গ্লেন মার্টিন্স, অভিষেক সূর্যবংশী, আমনদীপ সিংদের। আক্রমণভাগে ছিলেন না আর্মান্দো সাদিকুও। তাতেও দুর্দান্ত ফুটবল উপহার দিল মোহনবাগান।
ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝড় তুলেছিলেন সাহাল আব্দুল সামাদ, জেসন কামিংস, দিমিত্রি পেত্রাতোসরা। ১৩ মিনিটেই এগিয়ে যায় মোহনবাগান। পেত্রাতোসের নিচু কর্নার থেকে জটলার মধ্যে বল পেয়ে যান অনিরুদ্ধ থাপা। ছোট্ট টোকায় তিনি বল জালে পাঠান। এরপর আক্রমণে আরো গতি বাড়ায় মোহনবাগান। ২০ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিলেন মনবীর সিং। তিনি কাজে লাগাতে পারেননি।
সীমিত শক্তি নিয়েও মাঝে মাঝে প্রতি আক্রমণে উঠে আসছিল হায়দরাবাদ এফসি। ৩৭ মিনিটে একটা ভাল আক্রমণও গড়ে তোলে। কিন্তু বিশাল কাইথ দলকে বিপদে পড়তে দেননি। ৪০ মিনিটে কর্নার থেকে প্রায় গোল করে ফেলেছিলেন সাজি। তাঁর হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। প্রথমার্ধের ইনজুরি সময়ে মনবীরের পাস থেকে ২–০ করেন কামিংস। দ্বিতীয়ার্ধেও আক্রমণে ধারাবাহিকতা বজায় রেখেছিল মোহনবাগান। ৫১ থেকে ৫৬ মিনিটের মধ্যে তিন–তিনবার গোলের সুযোগ পান পেত্রাতোস। কিন্তু কাজে লাগাতে পারেননি। ফলে গোল সংখ্যা আর বাড়েনি। ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠে এল মোবনবাগান। টপকে গেল মুম্বই সিটি এফসি–কে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!