- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ৩০, ২০২৪
চেন্নাইন এফসি–কে হারিয়ে লিগ টেবিলের শীর্ষে ওঠার লক্ষ্য মোহনবাগানের
দীর্ঘ বিরতির পর শনিবার থেকে আবার শুরু হয়ে গেছে আইএসএল। রবিবার মাঠে নামছে মোহনবাগান সুপার জায়ান্টস। প্রতিপক্ষ চেন্নাইন এফসি। ১৩ মার্চ কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিল মোহনবাগান। ১৭ দিন পর আবার মাঠে নামছে হাবাস ব্রিগেড। মোহনবাগানের সামনে লিগ টেবিলের শীর্ষে ওঠার সুযোগ।
লিগ পর্বে আর চারটি ম্যাচ বাকি আছে মোহনবাগানের। লিগ শিল্ড জেতার জন্য এই চারটি ম্যাচই খুব গুরুত্বপূর্ণ। ড্র করলেই পিছিয়ে পড়বে। ১৮ ম্যাচে মোহনবাগানের পয়েন্ট ৩৯। অন্যদিকে, ১৯ ম্যাচে ৪১ পয়েন্ট পেয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে মুম্বই সিটি এফসি। চেন্নাইন এফসি–র বিরুদ্ধে জিতলেই লিগ টেবিলের শীর্ষে পৌঁছে যাবে মোহনবাগান। লিগ শিল্ড জেতার দিকেও একধাপ এগিয়ে যাবে। এটাই বড় মোটিভেশন দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, শুভাশিস বোস, আনোয়ার আলিদের কাছে।
ঘরের মাঠে চেন্নাইন এফসি–র বিরুদ্ধে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী মোহনবাগান শিবির। শেষ ম্যাচে কেরালা ব্লাস্টার্সের ঘরের মাঠে ৪–৩ ব্যবধানে জিতেছিল সবুজমেরুণ ব্রিগেড। এছাড়া প্রথম পর্বে চেন্নাইন এফসি–কে তাদের ঘরের মাঠে ৩–১ ব্যবধানে হারিয়েছিল। এই মুহূর্তে লিগ টেবিলে খুব একটা ভাল জায়গায় নেই চেন্নাইন। ১৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে রয়েছে ১১ নম্বরে। এই রকম দলের বিরুদ্ধে না জেতাটাই বড় অঘটন হবে ফর্মে থাকা মোহনবাগানের কাছে।
যদিও চেন্নাইনের বিরুদ্ধে মাঠে নামার আগে কিছুটা হলেও চিন্তায় মোহনবাগান ব্রিগেড। জাতীয় দলের হয়ে খেলতে গিয়ে চোট পেয়েছেন সাহাল আব্দুল সামাদ। রবিবার তিনি চেন্নাইন এফসি–র বিরুদ্ধে মাঠে নামতে পারবেন না। কোচ আন্তোনীয় লোপেজ হাবাস প্রবল জ্বরে আক্রান্ত। রবিবার মাঠে হাজির থাকতে পারবেন কিনা, তা নিয়ে সন্দেহ রয়েছে। সালাহকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না টিম ম্যানেজমেন্ট। জনি কাউকো ফিট থাকলেও তাঁর খেলা নিয়ে ওকিছুটা অনিশ্চয়তা আছে। মাঝে দীর্ঘদিন বিরতি থাকলেও দলের খেলায় কোনও প্রভাব পড়বে না বলে জানান মোহনবাগান সহকারী কোচ ম্যানুয়েল। তিনি বলেন, ‘ফুটবলাররা সবাই পেশাদার। মানিয়ে নিতে সমস্যা হবে না।’
❤ Support Us