Advertisement
  • দে । শ
  • অক্টোবর ২৭, ২০২৩

এথিক্স কমিটির ডাকে এখনি দিল্লি যাচ্ছেন না তূণমূল সাংসদ।এক্স হ্যান্ডেলে জানালেন মহুয়া

আরম্ভ ওয়েব ডেস্ক
এথিক্স কমিটির ডাকে এখনি দিল্লি যাচ্ছেন না তূণমূল সাংসদ।এক্স হ্যান্ডেলে জানালেন মহুয়া

লোকসভার এথিক্স কমিটির ডাকে এখনি যাচ্ছেন না মহুয়া মৈত্র । শুক্রবার দুপুরেই এক্স হ্যান্ডেলে তূণমূল সাংসদ লেখেন , ৩১ তারিখ নয়াদিল্লিতে উপস্থিত থাকতে পারছেন না তিনি । এথিক্স কমিটির চেয়ারম্যানকে লেখা চিঠিও তিনি পোষ্ট করেছেন সেখানে ।

চিঠিতে তিনি লিখেছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি এথিক্স কমিটির চিঠি পেয়েছেন, কিন্তু আগে থেকেই পূর্ব নির্ধারিত কিছু অনুষ্ঠান রয়েছে । ৩০ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত তাঁর নিজস্ব লোকসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় বিজয়া সম্মেলনী রয়েছে। ৫ অক্টোবর দিল্লিতে যাবেন তিনি, তারপরেই কমিটির সুবিধা অনুযায়ী যেকোনদিন তাঁকে ডাকা হলে তিনি উপস্থিত থাকবেন ।

চিঠিতে তিনি আরও উল্লেখ করেছেন, তিনি আগেই কমিটিকে জানিয়েছিলেন, কমিটির কাছে নিজের বক্তব্য জানাতে আগ্রহী । কমিটির চেয়ারম্যানের কাছে সময় চেয়ে নেওয়ার পাশাপাশি, চিঠিতে বিজেপি সাংসদ রমেশ বিধুরির প্রসঙ্গও উল্লেখ করে লিখেছেন, রাজস্থানের ওই সাংসদ তাঁর লোকসভা কেন্দ্রে পূর্বনির্ধারিত কর্মসূচী থাকায় স্বাধিকার কমিটির কাছে সময় চেয়েছিলেন । তাঁর ক্ষেত্রে সময় বদলের অনুরোধ মঞ্জুর করেছিল লোকসভার এথিক্স কমিটি । সেই উদাহরণ টেনেই নিজের আর্জির কথা জানিয়েছেন সাংসহ মহুয়া।

চিঠিতে মহুয়া লিখেছেন, দুবাইয়ের ব্যবসায়ী দর্শন হীরানন্দানিকেও যেন কমিটি ডেকে পাঠায় । তাঁর বক্তব্যও শোনা জরুরি । তূণমূল সাংসদ বূহস্পতিবারই সংবাদমাধ্যমে বলেছিলেন , কমিটির সামনে বসে শিল্পপতির সঙ্গে মুখোমুখি আলোচনায় তার কোনো আপত্তি নেই । কমিটির সামনে তাঁকে ও দর্শনকে মুখোমুখি বসিয়ে প্রশ্ন করতে দেওয়া হোক। তিনি তথ্যপ্রমাণ সহকারে বলুন, তিনি কী কী উপহার দিয়েছেন ।

;

মহুয়া লিখেছেন, ‘দর্শনকে প্রশ্ন করাটা আমার মৌলিক অধিকার । চূড়ান্ত রিপোর্ট তৈরি করার আগে কমিটি দর্শনের সাক্ষ্য না শুনলে পুরো বিচার প্রক্রিয়া ক্যাঙারু কোর্ট-এ পরিণত হবে ।’ তাঁর বিরুদ্ধে তোলা যাবতীয় ‘মিথ্যা, বিদ্বেষমূলক এবং মানহানিকর’ অভিযোগের জবাব দিতে তিনি আগ্রহী । মহুয়ার লেখা চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে, যে ভাবে অভিযুক্তকে না ডেকে আগে অভিযোগকারীদের ডেকেছে কমিটি, তা ন্যায়বিচারের পরিপন্থী ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!