- দে । শ প্রচ্ছদ রচনা
- জুলাই ১, ২০২৩
সংসদে ঝড়ো বাদলের আশঙ্কা। কলরব তুলবে অশান্ত মণিপুর। বিরোধীদের রণতূর্যে ঐক্যের শান? ইস্যু অভিন্ন বিধি সহ একাধিক

সংসদের বাদল অধিবেশন শুরু হবে ২০ জুলাই। সমাপ্তি ঘটবে ১১ আগস্ট। মণিপুর আর অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে ঝড় তুলবেন বিরোধীরা। মণিপুরের লাগাতার অশান্তি, জাতি-দাঙ্গায় শতাধিক মৃত্যু, সংঘর্ষ নিয়ে প্রধানমন্ত্রীর কৌশলী নীরবতা নিয়েও সরব হবে জাতীয় কংগ্রেস। দুটি ইস্যুতে তৃণমূলঅ চুপ থাকবে না। বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে সরকারের বিরুদ্ধে কতটা সোচ্চার হতে পারবেন — এ নিয়ে সন্দেহ আর সংশয় ঝুলছে।
প্রতিটি দলের রাজনৈতিক এজেণ্ডা আলাদা। সর্বভারতীয় দল বলতে প্রধানত কংগ্রেস।দ্বিতীয়ত, বাম ও আপ। আপের পক্ষ থেকে ইতিমধ্যে ঘোষণা করা হয়ে, তাঁরা অভিন্ন দেওয়ানি দেওয়ানি বিধি বিলকে সমর্থন করবেন। সাম্প্রতিক পরিস্থিতিতে বামপন্থীরা বিলের লক্ষ্য নিয়ে অবশ্যই প্রশ্ন তুলতে পারেন। সঙ্গে থাকবে মিম ও ইউডিএফ। তৃণমূলের রাজনৈতিক বাধ্যবাধকতা রয়েছে। প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিধিতে তাঁদের সায় থাকবে না। দক্ষিণের তেলেঙ্গানা রাষ্ট্র সমিতি, তামিলনাড়ুর ডিএমকে, অন্ধ্রে তেলেগু দেশম, ওডিশার বিজেডি , অস্বমের অগপ বিলের বিরোধিতা করবে না। বিরুদ্ধে আওয়াজ তুলবে পাহাড়ি রাজ্যগুলির বিভিন্ন দল।
অভিন্ন দেওয়ানি বিধি বিল বিল ছাএয়াও আরো কয়েকটি ইস্যুতে সরব বিরোধিতার সম্ভাবনা বিস্তর। ব্যক্তিগত তথ্য সুরক্ষা বিলও পাস করানোর চেষ্টা করবে সরকার। সংখ্যার জোরে যা ছুঁতে পারে। কাশ্মীরে দীর্ঘদিন থেকে রাজ্যপালের শাসন চলছে। বিরোধীরা ভোট দাবি করছেন। এবার এই ইস্যুতে হই চই হবে। তবে, প্রস্তাবিত অভিন্ন দেওয়ানি বিলকে ইস্যু করে বাদল অধিবেশনকে অচল করে দেওয়ার চেষ্টা এবং সরকারের দৃঢ় মনোভাব কঠিন সঙ্কট তৈরি করতে পারে। এছাড়াও অমিত শাহ শনিবার জানিয়েছেন, আসন্ন অধিবেশনে পাশ হতে পারে মাল্টি স্টেট কোপারেটিভ সোস্যাইটিস বিল। তা সম্ভব হলে ফায়দা তুলবে সরকার। তাঁদের অঙ্গীকার যদি ভেস্তে যায়, তাহলেও পরবর্তী লোকসভা ভোট এবং কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে তার জিগির তুলবে। এক দেশ, এক আইনের কাঙ্খিত ইচ্ছার পথে কাঁটা বিছিয়ে রাখল বিরোধী শক্তি। সরকার অস্ত্র সাজাবে। বাঁশিও বাজাবে এক দেশ, এক আইন-এর পুরনো জিগির তুলে। প্রধানমন্ত্রী, মাননীয় নরেন্দ্র মোদি ইতিমধ্যেই তাঁর সংযত, সুললিত সুর ছুঁইয়ে দিয়েছেন।
❤ Support Us