- এই মুহূর্তে দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৩
হরিয়ানা পুলিশের হাতে গ্রেপ্তার পলাতক খুনের দায়ে অভিযুক্ত গো–রক্ষক মনু মানেসার

অবশেষে পলাতক গো–রক্ষক মনু মানেসারকে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ। জুলাই মাসে নুহতে হিংসা ছড়ানো ও রাজস্থানের দুজনকে খুন করার দায়ে অভিযুক্ত তিনি। দীর্ঘদিন ধরেই পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন বজরং দলের এই কর্মী।
রাজস্থানের ভরতপুর জেলার এক গ্রামের বাসিন্দা ২৫ বছর বয়সী নাসির ও ৩৫ বছর বয়সী জুনাইদকে ১৫ ফেব্রুয়ারি অপহরণ করে গরু রক্ষাকারীরা। পরের দিন হরিয়ানার ভিওয়ানির লোহারুতে অগ্নিদগ্ধ একটা গাড়ির মধ্যে তাদের মৃতদেহ পাওয়া যায়৷ বজরং দলের কর্মী মনু মানেসারের বিরুদ্ধে ওই দুই যুবককে অপহরণ করে হত্যার অভিযোগ উঠেছিল। তারপর থেকেই পালিয়ে বেড়াচ্ছিলেন মনু মানেসার। অবশেষে তাঁকে গ্রেপ্তার করল হরিয়ানা পুলিশ।
হরিয়ানা পুলিশের একটা সূত্র জানিয়েছে, তথ্য–প্রযুক্তি আইনের জামিনযোগ্য ধারায় মঙ্গলবার মানেসারকে আটক করা হয়েছে। এই মামলায় সন্ধ্যায় তার জামিন হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জোড়া খুনের মামলায় রাজস্থান পুলিশ তাকে হেফাজতে নেবে। রাজস্থানের ভরতপুরের পুলিশ সুপার মৃদুল কাচাওয়া বলেন, ‘হরিয়ানা পুলিশের আমাদের সহকর্মীরা জানিয়েছেন যে মনু মানেসারকে আটক করা হয়েছে। তাদের আইনি প্রক্রিয়া শেষ হলে আমরা আমাদের প্রক্রিয়া শুরু করব।’
জুলাই মাসে হরিয়ানার নুহতে যে হিংস ছড়িয়ে পড়েছিল, মানেসারের বিরুদ্ধে তাতে উসকানি দেওয়ার অভিযোগও রয়েছে। এই হিংসায় ৬ জন নিহত হয়েছিল। বিশ্ব হিন্দু পরিষদ কর্তৃক আয়োজিত ‘ব্রিজ মন্ডল জলাভিষেক যাত্রা’ চলাকালীন ৩১ জুলাই হিংসা শুরু হয়েছিল এবং তারপর গুরুগ্রামসহ পার্শ্ববর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। খুনের মামলায় পলাতক ওই গো–রক্ষক মিছিলের কয়েকদিন আগে একটা ভিডিও পোস্ট করেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি এতে অংশ নেবেন। তিনি তার সমর্থকদের বিপুল সংখ্যায় বেরিয়ে আসার আহ্বানও জানিয়েছিলেন।
❤ Support Us