- দে । শ
- সেপ্টেম্বর ১২, ২০২৩
প্রবল ঝড়ে বিধ্বস্ত লিবিয়া, মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা

বন্যার কবলে পড়ে বিধ্বস্ত লিবিয়া। প্রায় ২০০০ মানুষের প্রাণহানির আশঙ্কা। ঘটনাটি ঘটেছে লিবিয়ার পূর্বঅঞ্চলে। ড্যানিয়েল নামক শক্তিশালী ঝড়ের দাপটে একনিমেষে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এখানকার বেশিরভাগ বসতি। জাতিসংঘের পক্ষ থেকে বলা হয়, ক্ষতিগ্রস্তদের যথাযথ সহায়তা দেওয়ার চেষ্টা চলছে। কাতার থেকে লিবিয়ায় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।
লিবিয়ার সংবাদ সংস্থার তথ্য অনুযায়ী জানা যাচ্ছে ওই দেশের পূর্বঅঞ্চলের প্রশাসনের প্রেসিডেন্ট ওসামা হামাদ জানিয়েছেন, প্রবল ঝড়ের কারণে বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে এবং লিবিয়ার পরিস্থিতি ভয়ানক বলে জানিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সে দেশের বিপর্যয়ের ভয়াবহতার ছবি উঠে এসেছে। ডুবে যাওয়া গাড়ি, ভাঙাচোরা বাড়ি, উপকূল এলাকায় বিধ্বস্ত ঘরের ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ার ওই ভিডিওতে। যদিও ঝড়ের আগেই হাসপাতাল গুলি থেকে রোগীদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে লিবিয়া প্রশাসন।
আল জাজিরা নিউজ চ্যানেল জানিয়েছে, ঝড়ের কারণে পাহাড় ঘেরা দারনা শহরের দুটি বাঁধ ভেঙে গেছে। বাঁধ ভাঙার কারণে প্রায় ৩৩০ লাখ ঘনমিটার জল শহরে প্রবেশ করে, যা এই ধ্বংসযজ্ঞের কারণ হয়।
পূর্ব লিবিয়ার নিয়ন্ত্রণকারী লিবিয়ান ন্যাশনাল আর্মির মুখপাত্র আহমেদ মিসমারি একটি টিভি চ্যানেলকে বলেছেন যে দেরনার উপরে নির্মিত বাঁধ ভেঙে যাওয়ার পর সেখানকার মানুষ এখন সাগরে ভাসছে। সোমবার টিভি চ্যানেল আল-মাসরের সঙ্গে আলাপচারিতার সময় লিবিয়ার প্রধানমন্ত্রী ওসামা হামাদ এই কথা জানিয়েছেন। তিনি বলেন, পূর্বাঞ্চলীয় শহর দেরনায় এই ঝড়ের কারণে দুই হাজারের বেশি মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ।
দেরনাকে সরকার দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণা করেছে। এখানকার স্কুল, দোকান-বাজার সব বন্ধ রাখা হয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী ওসমান আব্দুল জলিল সৌদি আরবের নিউজ চ্যানেল আল-আরাবিয়াকে এই দুর্যোগ সম্পর্কে বলেছিলেন যে দেরনায় বন্যার কারণে ২৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স লিখেছে, সোমবার সকালে মানুষ ঘুমাচ্ছিল। এসময় প্রবল বেগে আসা জল তাদের ঘরে ঢুকে পড়ে এবং তাদের সর্বস্ব ভাসিয়ে নিয়ে যায়। জলস্তর ১০ ফুট উঁচু ছিল । এ ঘটনার পর পূর্ব লিবিয়ার পার্লামেন্টে তিন দিনের নীরবতা পালন করা হয়েছে।
❤ Support Us