- দে । শ প্রচ্ছদ রচনা
- সেপ্টেম্বর ১২, ২০২৩
মরক্কো ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে প্রায় ২৯০০, আহত ২৫০০ এরও বেশি

গত শুক্রবার মরক্কোয় হওয়া ভূমিকম্পে প্রাণ মর্ত্যের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯০০ জন। আহত আড়াই হাজােরর বেশি। এই ধরণের প্রাকৃতিক বিপর্যয়ে উদ্ধার কাজ যত এগোয়, ততই লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যা, এখানেও তার ব্যতিক্রম হচ্ছে না। এখনও নিখোঁজ বহু মানুষ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে জানানো হয়েছে, গত ৬০ বছরের মধ্যে মরক্কোয় হওয়া সব চেয়ে বিধ্বংসী ভূমিকম্পের প্রভাব পড়েছে তিন লক্ষ মানুষের উপরে। ভেঙে পড়েছে সে দেশের অধিকাংশ ঘর-বাড়ি। গত তিন রাত ধরে খোলা আকাশের নীচে কাটাতে হচ্ছে অসংখ্য মানুষকে। মুলে ব্রাহিম, ম্যারাকেশ, কাসাব্লাঙ্কা, ইমদাল-সহ বেশ কিছু জায়গায় অস্থায়ী শিবির তৈরি করা হয়েছে। যেখানে সম্ভব, সেখানেই সেনার তরফে খাবার, জল, ওষুধ, কম্বল, তাঁবু পাঠানো হচ্ছে। আল হাউজ় অঞ্চলে মরক্কোর সেনা ২৪ জন চিকিৎসক, ৪৬ জন নার্স ও ৫৮ জন সামাজিক ও মানসিক বিশেষজ্ঞের সাহায্যে ত্রাণ শিবিরে থাকা মানুষজনকে সাহায্য করছে। কোথাও আবার রক্তদান করছেন পুলিশকর্মীরাই। সংবাদ সংস্থা সূত্রে জানা গিয়েছে, অস্থায়ী চিকিৎসা কেন্দ্রগুলিতে মূলত পুড়ে যাওয়া বা মুখে, হাতে, পায়ে গভীর আঘাত নিয়ে চিকিৎসা করাতেই লোকজন বেশি আসছেন।
তবে ভূমিকম্পের পরে ম্যারাকেশ শহর থেকে কিছু দূরে থাকা গ্রামগুলির সঙ্গে যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। স্থানীয়দের দাবি, উদ্ধারকারীদের পৌঁছতে লেগে যাচ্ছে স্বাভাবিকের থেকে অনেকটা বেশি সময়। তাই উদ্ধারকাজ চালানো ও ত্রাণ পাঠানো গতি পাচ্ছে না।
মরক্কোকে সাহায্য করতে এগিয়ে এসেছে স্পেন, ব্রিটেন, জার্মানি, ফ্রান্স, জর্ডন, কাতার, ইরাক, ইরান, ইজ়রায়েল, পোল্যান্ড, আমিরশাহি-সহ আরও অনেকে। আর্থিক সাহায্য ছাড়াও পাঠানো হচ্ছে উদ্ধারকারীদের দল, নিত্যপ্রয়জনীয় সামগ্রী। আরও সাহায্য লাগলে তা পাঠানোর ব্যবস্থা করা হবে, আশ্বাস দিয়েছে দেশগুলি।
সোমবার বিদেশী উদ্ধারকারী দলের কর্মীরা উদ্ধার কাজের সময় মরক্কোর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের পর পাহাড়ী গ্রামের ধ্বংসস্তূপ থেকে বেঁচে থাকা কোনও ব্যক্তিকে বের করার জন্য কঠিন লড়াই করছেন । কিন্তু জীবিত কাউকে উদ্ধার করা যায়নি।
মারাকেশের পর্যটন কেন্দ্রের দক্ষিণ-পশ্চিমে শুক্রবার গভীর রাতে এটলাস পর্বতমালায় ৬.৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। সর্বশেষ সরকারী সংখ্যা অনুসারে এটি কমপক্ষে এই ভূমিকম্পের জেরে ২৮৬২ জন নিহত এবং ২৫০০ জনেরও বেশি আহত হয়েছেন।
❤ Support Us