Advertisement
  • ন | গ | র | কা | হ | ন
  • সেপ্টেম্বর ১৬, ২০২৩

‌কেরলে আবার আক্রান্ত, কোভিডের তুলনায় নিপা ভাইরাসে মৃত্যুর হার বেশি

আরম্ভ ওয়েব ডেস্ক
‌কেরলে আবার আক্রান্ত, কোভিডের তুলনায় নিপা ভাইরাসে মৃত্যুর হার বেশি

নিপা ভাইরাসে আক্রান্তদের মধ্যে মৃত্যুর হার কোভিড আক্রান্তদের তুলনায় অনেক বেশি। এমনই জানিয়েছেন  ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের প্রধান ডাঃ রাজীব বাহল। তাঁর মতে কোভিডের ২–৩ শতাংশের তুলনায় নিপা ভাইরাসে মৃত্যুর হার ৪০–৭০ শতাংশের মধ্যে রয়েছে।
শুক্রবার কেরালার কোঝিকোড়ে নিপা ভাইরাসে এক আক্রান্তের খোঁজ মিলিছে। এখনো পর্যন্ত রাজ্যে মোট সংক্রামিত মানুষের সংখ্যা ৬। আগের দুটি আক্রান্তের অবস্থা মারাত্মক। কেরালায় নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় অস্ট্রেলিয়ার কাছে ভারত  চিকিৎসার জন্য আরও ২০ ডোজ মনোক্লোনাল অ্যান্টিবডি সরবরাহ করার অনুরোধ জানিয়েছে।
দক্ষিণের এই রাজ্যে বারবার নিপা ভাইরাসের প্রাদুর্ভাব এবং কোভিডের তুলনায় এর উচ্চ মৃত্যুর হারের জন্য এই ভাইরাল রোগের বিরুদ্ধে একটা ভ্যাকসিন তৈরির কাজ শুরু করার পরিকল্পনা করছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ। সংস্থার প্রধান ডাঃ রাজীব বাহল সংবাদ সংস্থাকে বলেছেন, ‘‌আমরা ২০১৮ সালে অস্ট্রেলিয়া থেকে মনোক্লোনাল অ্যান্টিবডির কিছু ডোজ পেয়েছি। বর্তমানে, মাত্র ১০ জন রোগীর জন্য ডোজ পাওয়া যায়। আমরা আরও ডোজ পাঠানোর জন্য অনুরোধ করেছি।’‌
ডাঃ বাহল আরও বলেন, ভারতের বাইরে নিপা ভাইরাসে আক্রান্ত ১৪ জন মনোক্লোনাল অ্যান্টিবডি চিকিৎসা গ্রহণের পর সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন। তাংর কথায়, ‘‌ওষুধের নিরাপত্তা নিশ্চিত করার জন্য শুধুমাত্র ফেজ ১ ট্রায়াল বাইরে করা হয়েছে। কার্যকারিতা ট্রায়াল করা হয়নি। এটি শুধুমাত্র সহানুভূতিশীল ব্যবহারের ওষুধ হিসাবে দেওয়া যেতে পারে।’‌ নিপা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কোঝিকোড়ের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান আজ থেকে এক সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীনা জর্জ শুক্রবার বলেছিলেন, রাজ্যে নিপা ভাইরাস রোগীদের তালিকা বেড়ে ১০৮০ হয়েছে। এর মধ্যে ৩২৭ জন স্বাস্থ্যকর্মী।


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!