Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ১৫, ২০২৩

৪৮ ঘন্টা পর দলুয়াখাঁকি গ্রামে ফিরলেন ঘরছাড়াদের একাংশ

আরম্ভ ওয়েব ডেস্ক
৪৮ ঘন্টা পর দলুয়াখাঁকি গ্রামে ফিরলেন ঘরছাড়াদের একাংশ

দলুয়াখাঁকি গ্রামের ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে সোমবার ভোরে। তৃণমূল নেতা খুনের ২ দিনের পরেও থমথমে দক্ষিণ ২৪ পরগনার দলুয়াখাঁকি গ্রাম। এখনও ঘরছাড়া বহু। গ্রামবাসীদের চোখে মুখে এখনো আতঙ্কের ছাপ স্পষ্ট। এই অনিশ্চয়তা সত্ত্বেও সন্তানকোলে নিয়ে বুধবার বিকেলের দিকে গ্রামে ফিরলেন ঘরছাড়াদের একটি অংশ। ঘরছাড়ারা ঘরে ফিরলে আবার যাতে গ্রাম উত্তপ্ত না হয়, তার জন্য পুলিশ ও প্রশাসন সজাগ রয়েছে।

বুধবার বিকেলের দিকে অটোয় চড়ে মহিলা এবং শিশুদের দলুয়াখাঁকি গ্রামে ঢুকতে দেখা যায়। গ্রামে ঢোকার সময় মহিলাদের সঙ্গে ছিল সিপিএম নেতৃত্ব। তবে গ্রামবাসী ছাড়া অন্য কারোর গ্রামে ঢোকার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ।

বুধবারও সিপিএমকে গ্রামে ঢুকতে বাঁধা দেয় পুলিশ। তখন গ্রামের মহিলারা প্রশ্ন তোলেন কেন সিপিএম নেতৃত্ব ঢুকতে পারবে না? তা নিয়ে পুলিশের সঙ্গে বচসাও বাঁধে। স্থানীয়দের দাবি, এখনও গ্রামের বেশিরভাগ ঘরই পুরুষশূন্য। পুলিশ চলে যাওয়ার পরই গ্রামে ফের অশান্তির আশঙ্কা করছেন তাঁরা। ২৪ ঘণ্টা গ্রামে পুলিশ থাকবে বলেই আশ্বাস দিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক অতীশ বিশ্বাস। তবে গ্রামের নিরাপত্তা নিয়ে আশ্বাসের পরেও সন্দিহান গ্রামবাসীরা।

এদিকে তৃণমূল নেতা খুন এবং দুষ্কৃতী সন্দেহে এক ব্যক্তিকে গণপ্রহারে পিটিয়ে মারার পর ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও রহস্যভেদ করতে পারেনি পুলিশ। বুধবার ঘটনাস্থলে যান গোয়েন্দা আধিকারিকরা। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে তাঁদের একপ্রস্থ কথাও হয়।

এদিকে, ফিরহাদ হাকিম দাবি করেছেন, সিপিএমই সুপারি কিলার দিয়ে ওই তৃণমূল নেতাকে খুন করিয়েছে। এখনও পর্যন্ত ধৃতকেই চলছে জোর জিজ্ঞাসাবাদ।

এদিকে, সইফউদ্দিন লস্কর খুনের পর ঘটনাস্থল থেকে ২ কিলোমিটারের মধ্যে দুটি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। ওই বাইক দুটির মধ্যে একটির নম্বরপ্লেট ছিল। আরেকটি নম্বরপ্লেট ছিল না। নম্বরপ্লেট থাকা বাইকটির মালিক মসিউর রহমান বলেই দাবি। সে স্থানীয় সিপিএম নেতা আনিসুর রহমান ঘনিষ্ঠ। আর নম্বরপ্লেটবিহীন বাইকটি সিপিএম নেতা আনিসুর রহমানের বলেই দাবি করেছে তৃণমূলের। তবে ঘটনাস্থলের ২ কিলোমিটার দূরে কীভাবে বাইক দুটি এল, সেই রহস্য এখনও ভেদ করতে পারেনি পুলিশ।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!