Advertisement
  • স | হ | জ | পা | ঠ
  • ফেব্রুয়ারি ১২, ২০২২

নির্জন মাঠে পরিত্যক্ত নবজাতক।

আরম্ভ ওয়েব ডেস্ক
নির্জন মাঠে পরিত্যক্ত নবজাতক।

তীব্র শীতের রাত গ্রামের নির্জন মাঠে একা নবজাতক। তাকেই সারারাত পাহারা দিয়েছে একটি মাদি সারমেয় । সঙ্গে ছিল তার ছানাপোনা । সকালে স্থানীয়রা নবজাতকটিকে উদ্ধার করে । ছত্তিশগড় প্রদেশের মুঙ্গেলি জেলার লোরমির সরিস্তাল গ্রামের ঘটনা। নবজাতকটিকে নগ্ন অবস্থায় ফেলে গিয়েছিল কেউ। শরীরে তখনো জড়ানো মায়ের নাড়ি। সকালে স্থানীয় মানুশ কাজে বেরিয়ে শিশুটির কান্না শুনতে পান। এর পরে শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন তাঁরা ।

তারপর স্থানীয় পঞ্চায়েত ও পুলিশকে খবর দেওয়া হয়। ছুটে আসেন পঞ্চায়েতের প্রতিনিধি ও পুলিসকর্মীরা। তাঁরাই শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
সরপঞ্চের প্রতিনিধি মুন্নালাল প্যাটেল বলেছেন, সকালে কাজের জন্য বের হলে শিশুটিকে কুকুরছানাগুলোর সঙ্গে দেখতে পাই। তৎক্ষণাৎ আমরা স্বাস্থ্য বিভাগ ও পুলিশে খবর দিই। এরপর শিশুটিকে হাসপাতালে পাঠানো হয়।

পুলিশ জানিয়েছে, প্রাথমিক চিকিৎসা শেষে শিশুটিকে চাইল্ড লাইন প্রজেক্টে পাঠানো হয়েছে। উদ্ধারকারীরা শিশুটির নাম দিয়েছেন আকাঙ্খা । শিশুটিকে কারা ফেলে গেছে খোঁজ চলছে ।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!