Advertisement
  • ভা | ই | রা | ল
  • ফেব্রুয়ারি ৩, ২০২২

ভয়ঙ্কর কাণ্ড, ভালুকের খাঁচায় তিন বছরের মেয়েকে ছুড়ে ফেললেন মা! তার পর…

ভয়ঙ্কর কাণ্ড, ভালুকের খাঁচায় তিন বছরের মেয়েকে ছুড়ে ফেললেন মা! তার পর…

চিড়িয়াখানায় পায়চারিরত বাদামি ভালুককে দেখতে ব্যস্ত সকলে। ঠিক সেই সময় আচমকা একজন মহিলা নিজের কোলের তিন বছরের সন্তানকে ছুড়ে দিলেন ভালুকের দিকে ।এতো দ্রুত ঘটনাটি ঘটে যে কেউ কিছু বোঝার আগেই মহিলা সেখান থেকে চম্পট দেন।

শিশুটি খাঁচার মধ্যে আছড়ে পড়তেই তাকে দেখে ছুটে আসে জুজু নামের ভালুকটি । তাঁকে শুকতে শুরু করে । ততক্ষণে শিশুটির চিল চিৎকার জুড়ে দিয়েছে। ভালুকওটি শিশুটির চিৎকারে ভ্যাবাচাকা খেয়ে যায়। এরই মধ্যে দর্শনার্থীদের মধ্যে হই হই পড়ে যায়। চিড়িয়াখানার কর্মীরা দ্রুত ছুটে এসে শিশুটিকে উদ্ধার করেন।

ভয়ঙ্কর ভিডিয়োটি প্রকাশ্যে আসার পর মহিলাকে দ্রুত গ্রেফতার করে চরম শাস্তির দাবি তুলেছে সমাজের সবস্তরের মানুষেরা। ঘটনাটি ঘটেছে উজবেকিস্তানের তাসখন্দ চিড়িয়াখানার। প্রত্যক্ষদর্শীদের কথায়, ওই মহিলা হঠাৎই তাঁর বাচ্চাটিকে ভালুকের খাঁচায় ১৬ ফুট গভীর পরিখায় ফেলে দেন। অসহায়ের মতো তাঁরা বিষয়টি দেখছিলেন। কোন কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটি ঘটিয়ে ফেলেন মহিলা। চারপাশে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। দ্রুতচিড়িয়াখানার কর্মীরা ছুটে আসেন এবং ভালুকটিকে খাবারের লোভ দেখিয়ে সেখান থেকে সরিয়ে নিয়ে যান। শিশুটি মাথায় গুরুতর চোট লেগেছে এখন সে চিকিৎসাধীন ।

জানা গিয়েছে, মহিলাকে আটক করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা রুজু হয়েছে ।সম্পূর্ণ ঘটনাটি চিড়িয়াখানার ক্যামেরায় ধরা পড়েছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!