Advertisement
  • প্রচ্ছদ রচনা
  • ডিসেম্বর ৩, ২০২২

মেরুকরণের দূষিত হাওয়ায় ক্লেদাক্ত উত্তাপ, আজমলের কুরুচিকে ইস্যু করবে বিজেপি

আরম্ভ ওয়েব ডেস্ক
মেরুকরণের দূষিত হাওয়ায় ক্লেদাক্ত উত্তাপ, আজমলের কুরুচিকে ইস্যু করবে বিজেপি

গুজরাটে প্রথম দফার নির্বাচন শেষ। সামনেই দ্বিতীয় দফার নির্বাচন। পরের বছর শুরুতেই উত্তর পূর্বের দুই রাজ্য, মেঘালয় এবং ত্রিপুরায় বিধানসভার নির্বাচন। ফলে রাজনীতির ময়দানে নিজেদের আধিপত্য কায়েম রাখতে  নতুন করে সাম্প্রদায়িক উসকানি শুরু করেছে বিজেপি। রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের এরকমই ধারণা । কয়েকটি সাম্প্রদায়িক ঘটনা বিজেপি–র অভিসন্ধি সামনে নিয়ে এসেছে।

যেমন, জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ে স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজের বিভাগের দেওয়ালে ব্রাহ্মণ বিরোধী স্লোগান লেখা হয়েছে। বিজেপি–র ছাত্র সংগঠন অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ এ ব্যাপারে বামপন্থীদের বিরুদ্ধে অভিযোগ তুলেছে। এবং তারা সোশ্যাল মিডিয়া সরব হয়ে জনমত গড়ে তোলার চেষ্টা করছে।

এখানেই শেষ নয়, অভিনেতা পরেশ রাওয়ালকেও মাঠে নামিয়ে দিয়েছে বিজেপি। গুজরাটে নির্বাচনে প্রচারে গিয়ে প্রাদেশিকতাকে উসকে দিয়ে বাঙালি জাতিসত্ত্বা এবং তাদের খাদ্যাভাসকে নিয়ে কটাক্ষ করেছেন।

শ্রদ্ধা ওয়াকার হত্যাকান্ড মামলায় ‘‌লাভ জিহাদ’‌–কে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার বিষ ছড়ানোর চেষ্টা হচ্ছে।সম্প্রতি অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এপ্রসঙ্গে বলেছেন, ‘‌শ্রদ্ধা ওয়াকার মামলায় লাভ জিহাদের উপাদান রয়েছে। ভারতে একটি অভিন্ন সিভিল কোড এবং লাভ জিহাদের বিরুদ্ধে আইন দরকার।’‌ দিল্লির মিউনিসিপ্যাল কর্পোরেশন নির্বাচনের আগে দিল্লিতে রোড শো চলাকালীন আসামের মুখ্যমন্ত্রী বলেন, ‘‌ভারতের আফতাবের (শ্রদ্ধা হত্যা মামলার আসামি) মতো ব্যক্তির প্রয়োজন নেই।  ভগবান রামের মতো একজন  এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো নেতার প্রয়োজন।’‌

অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (এআইইউডিএফ) প্রধান বদরুদ্দিন আজমল আসামের মুখ্যমন্ত্রীর ‘‌লাভ জিহাদ’‌ মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। আসামের মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন, ‘‌আপনি চার থেকে পাঁচটি লাভ জিহাদ চালিয়ে আমাদের মুসলিম মেয়েদের তুলে নিয়ে যান। আমরা স্বাগত জানাব। আপনার কতটা ক্ষমতা আছে তাও দেখা হবে।’‌

এআইইউডিএফ নেতা হিন্দুদের মুসলমানদের ফর্মুলা অনুসরণ করার পরামর্শ দিয়ে বলেছেন, ‘‌হিন্দুরা ৪০ বছর বয়স পর্যন্ত অবৈধ সম্পর্ক রাখে। তাদের মেয়েদের ১৮–২০ বছর বয়সে বিয়ে দেওয়া উচিত। মুসলিম পুরুষরা ২০–২৮ বছর বয়সে বিয়ে করে। আর মুসলিম মহিলারাও সরকার কর্তৃক অনুমোদিত বয়সের পরে ১৮ বছর বয়সে বিয়ে করে। হিন্দুরা বিয়ের আগে একট, দুটো, তিনটি অবৈধ স্ত্রী রাখে।’‌ এটা বন্ধ করে অর্থ বাঁচান।’‌
মুসলিম জনসংখ্যা বৃদ্ধির দাবি নিয়ে এআইডিইউএফ প্রধান বলেছেন, ‘‌৪০ বছর বয়সের পরে তারা পিতামাতার চাপে বিয়ে করে। সুতরাং, কীভাবে আশা করতে পারে যে তারা ৪০ বছরের পরে সন্তান ধারণ করবে? যদি আপনি উর্বর জমিতে বীজ বপন করেন, তাহলেই আপনি ভাল ফসল ফলাতে পারবেন।’‌

বিজেপির সাম্প্রদায়িক উসকানি নিয়ে বদরুদ্দিন আজমলের কুরুচিকর মন্তব্য বিজেপিকেই শক্তি জোগাবে।এআইডিইউএফ প্রধানের ভূমিকা সন্দেহজনক।মুসলিম নেতা সেজে কার হয়ে তিনি পাল্টা উসকানি দিচ্ছেন? এ নিয়ে প্রশ্ন উঠতে পারে। আসাদ উদ্দিন ওয়েসি আর আজমল সম্পর্কে অনেকের অভিযোগ, প্ররোচনার রাজনীতি সাজিয়ে ওঁরা বিজেপিকে সাহায্য করছেন। বিভিন্ন প্রাদেশিক নির্বাচনের অভ্যন্তরীণ রহস্য ভেদ করে সামনে চলে আসে।

বদরুদ্দিন আজমলের মন্তব্য কুরুচিকর। সমগ্র মহিলাদের তিনি অপমান করেছেন। তাঁর নারী বিদ্বেষী দৃষ্টিপাত শীঘ্রই রাজনীতিতে তর্জার আরেকটি বিষয় হয়ে উঠবে। এতে গেরুয়া মেরুকরণ আরও সংহত হবে, সাম্প্রদায়িক রাজনীতির সামাজিক ভিত সম্প্রসারিত হতে থাকবে।

ভারতীয় গণতন্ত্রের দুর্ভাগ্য, কায়েমি স্বার্থ, আধা সমান্ত্রবাদ আর পুঁজিবাদের সংমিশ্রনে যে অর্থনৈতিক অভিমুখ তৈরি হচ্ছে, তারই ক্লেদাক্ত প্রতিফলন দেখা দেবে রাজনীতির ভেতরে ও বাইরে।

দূষিত আবহাওয়ার হামলা থেকে, অতিরিক্ত দূষণ থেকে ভোট কেন্দ্রিকতারও রেহাই নেই।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!