Advertisement
  • দে । শ
  • মে ১৭, ২০২৩

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কপিলের স্বজনপোষোণের অভিযোগ।উপাচার্য ও শিক্ষক নিয়োগে গুরত্ব আরএসএসকে

আরম্ভ ওয়েব ডেস্ক
প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কপিলের স্বজনপোষোণের অভিযোগ।উপাচার্য ও শিক্ষক নিয়োগে গুরত্ব আরএসএসকে

নিয়োগ ব্যবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ আনলেন রাজ্যসভার সাংসদ কপিল সিবাল। এই সাংসদ নরেন্দ্র মোদিকে আক্রমণ করে বলেছেন, নিয়োগে স্বচ্ছতা নিয়ে আত্মপ্রচার করেন প্রধানমন্ত্রী। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ থেকে শুরু করে শিক্ষক নিয়োগ সবেই আরএসএস এর প্রতিনিধিরা সুযোগ পাচ্ছেন। প্রধানমন্ত্রীর নিয়োগে স্বচ্ছতার এই প্রচার আসলে স্বজনপোষোণের নামান্তর।

প্রধানমন্ত্রী মঙ্গলবার রোজগার মেলায় ৭১ হাজার চাকরি প্রাপকের হাতে নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন করে দাবি করেন, সরকারের আনা এই নিয়োগ পদ্ধতি নিয়োগ প্রক্রিয়ায় স্বজনপোষণকে নির্মূল করেছে।

কপিল সিবাল এই বিষয়টি নিয়ে একটি টুইটে লিখেছেন, “প্রধানমন্ত্রী: নিয়োগ প্রক্রিয়ায় পরিবর্তন দুর্নীতি, স্বজনপোষণের অবসান ঘটিয়েছে। আপনাকে অভিনন্দন। কিন্তু বিশ্ববিদ্যালয়ে আরএসএস ও আরএসএস মনোভাবাপন্ন ভিসি নিয়োগ এবং এ ধরনের অ্যাড-হক শিক্ষক নিয়োগ স্বজনপ্রীতির উজ্জ্বল উদাহরণ।কী বলেন প্রধানমন্ত্রী জি !”

প্রসঙ্গত মঙ্গলবার রোজগার মেলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,  কেন্দ্র এবং বিজেপি শাসিত রাজ্যগুলির সরকারগুলির দ্বারা আয়োজিত রোজগার মেলাগুলি যুবদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ৷ প্রধানমন্ত্রী আরও বলেন, রোজগার মেলা নিয়োগের কাজকে দ্রুততর করে গত নয় বছরে নিয়োগ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিয়েছে এবং স্বচ্ছ এবং নিরপেক্ষ ভাবে নিয়োগ হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, “এই রোজগার মেলার মাধ্যমে নিয়োগের ফলে নিয়োগে স্বচ্ছতা যেমন এসেছে তেমন স্বজনপোষণ বন্ধ হয়েছে।”

কপিল সিবাল হচ্ছেন সেই ব্যক্তি যিনি ইউপিএ ১ এবং ইউপিএ ২ -এর সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। গত বছর মে মাসে তিনি কংগ্রেস ছেড়ে দেন এবং সমাজবাদী পার্টির সমর্থনে স্বতন্ত্র সদস্য হিসাবে রাজ্যসভায় নির্বাচিত হন।

তিনি সম্প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের লক্ষ্যে ‘ইনসাফ’ নামের একটি সংগঠন তৈরি করেছেন, এই সংগঠন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে না করে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করছে।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!