- এই মুহূর্তে
- ফেব্রুয়ারি ১৭, ২০২২
হিজাব বিতর্কে আলটপকা মন্তব্য করে শিরোনামে সাধ্বী

বৃহস্পতিবার ভোপালের একটি মন্দিরে আয়োজিত সভায় বিজেপির সাংসদ সাধ্বী প্রজ্ঞা আবার আলটপকা মন্তব্য করে বললেন— ‘যাঁরা নিজের বাড়িতে নিরাপদ নন, হিজাব তাঁদেরই প্রয়োজন। তাঁরা বাড়িতেই পরুন। প্রকাশ্যে হিজাব পরার কোনও প্রয়োজন নেই। হিন্দু ধর্ম নারীদের পুজো করতে শেখায়।’ মুসলিম ছাত্রীরা চাইলে মাদ্রাসায় হিজাব পরতে পারেন বলে জানান, সাধ্বী।
মহিলাদের হিজাব পরার ‘ব্যাখ্যা’ দিতে গিয়ে এইভাবেই বিতর্কিত মন্তব্য করে আবার খবরের শিরোনামে আসলেন প্রজ্ঞা। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘হিজাব হল পরদা। যাঁরা আপনাকে খারাপ চোখে দেখে তাঁদের বিরুদ্ধে পরদা ব্যবহার করা উচিত। কিন্তু নিশ্চিত ভাবেই হিন্দুরা তাঁদের খারাপ চোখে দেখেন না। কারণ তাঁরা নারীদের পুজো করেন।’
❤ Support Us