- এই মুহূর্তে দে । শ
- ফেব্রুয়ারি ৯, ২০২৩
মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজি সেমিফাইনালে বড় রান বাংলার

মধ্যপ্রদেশের বিরুদ্ধে রনজি সেমিফাইনালে দ্বিতীয় দিনেই সুবিধাজনক জায়গায় বাংলা। প্রথম ইনিংসে বাংলা তুলল ৪৩৮ রান। জবাবে দিনের শেষে ৫৬ রানে ২ উইকেট হারিয়ে চাপে মধ্যপ্রদেশ। এখনও ৩৮২ রানে পিছিয়ে রয়েছে মধ্যপ্রদেশ।
টস জিতে এদিন প্রথমে ব্যাট করতে নেমে অনুষ্টুপ মজুমদার এবং সুদীপ ঘরামির জোড়া শতরানের ওপর ভর করে প্রথম দিনের শেষে বাংলা ৪ উইকেট হারিয়ে তুলেছিল ৩০৭ রান। মনোজ তিওয়ারি ৫ এবং শাহবাজ আহমেদ ৬ রান করে ক্রিজে ছিলেন। দ্বিতীয় দিন শাহবাজ এবং মনোজের জুটি দীর্ঘস্থায়ী হয়নি। ৩২৩ রানের মাথায় পঞ্চম উইকেট হারায় বাংলা। ১৪ রান করে আউট হন শাহবাজ আমেদ। এরপর মনোজ তিওয়ারি ও অভিষেক পোড়েল জুটি বাংলাকে ৪০০ রানের গণ্ডি পার করে দেয়।
৪০১ রানের মাথায় আউট হন অধিনায়ক মনোজ তিওয়ারি। দীর্ঘক্ষন ক্রিজে কাটিয়ে তিনি করেন ৪২ রান। মনোজ তিওয়ারি আউট হতেই ধস নামে বাংলার ইনিংসে। পরপর ফিরে যান অভিষেক পোড়েল (৫১), আকাশ দীপ (৬) প্রদীপ্ত প্রামানিক (২১) ও ঈশান পোড়েল (৪)। ৪৩৮ রানে গুটিয়ে যায় বাংলার প্রথম ইনিংস। ৫১ রান করে আউট হন অভিষেক পোড়েল। মধ্যপ্রদেশের হয়ে কুমার কার্তিকেয়া ৩টি এবং অনুভব আগরওয়াল ও গৌরব যাদব ২টি করে উইকেট নেন।
ব্যাট করতে নেমে খুব সতর্কভাবে শুরু করেছিলেন মধ্যপ্রদেশের দুই ওপেনার যশ দুবে এবং হিমাংশু মন্ত্রী। ওপেনিং জুটিতে ওঠে ২৭ রান। ১৮তম ওভারে মধ্যপ্রদেশের ইনিংসে আঘাত হানেন আকাশ দীপ। তার বলে উইকেটের পেছনে অভিষেক পোড়েলের হাতে ক্যাচ দিয়ে আউট হন যশ দুবে।তিনি করেন ১২ রান। ৭ ওভার পরে আবার ধাক্কা খায় মধ্যপ্রদেশ। ১৭ রান করে ঈশানের বলে অনুষ্টুপ মজুমদারের হাতে ক্যাশচ দিয়ে আউট হন হিমাংশু মন্ত্রী। দিনের শেষে মধ্যপ্রদেশ ২ উইকেট হারিয়ে ৫৬ রান তুলেছে। ১৭ রান করে ক্রিজে রয়েছেন সারাংশ জৈন এবং ৪ রান করে ক্রিজে রয়েছেন তন্ময় আগরওয়াল।
❤ Support Us