Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • ডিসেম্বর ২৭, ২০২৩

এমফিল ডিগ্রি বৈধ নয়, নির্দেশিকা জারি করে ভর্তি বন্ধ করতে বলল ইউজিসি

আরম্ভ ওয়েব ডেস্ক
এমফিল ডিগ্রি বৈধ নয়, নির্দেশিকা জারি করে ভর্তি বন্ধ করতে বলল ইউজিসি

দেশে আর বৈধ নয় এমফিল ডিগ্রি। কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষা নীতিতে উল্লেখ করা হয়েছিল এমফিল ডিগ্রিকে আর বৈধতা দেওয়া হবে না। তবে তার পরেও স্নাতকোত্তর ডিগ্রির পরে অনেক পড়ুয়া দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ারা এমফিল ডিগ্রির জন্য ফর্ম ফিলাপ করে ভর্তি হচ্ছিলেন। এবার ইউজিসি বিজ্ঞপ্তি জারি করে এমফিল কোর্সকে বাতিল ঘোষণা করল। ইউজিসির নয়া সিদ্ধান্তের ফলে যাঁরা আগে এমফিল ডিগ্রি নিয়ে বসে আছেন, তাঁদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গেল। তাঁদের ডিগ্রি আদৌ বৈধ থাকবে কিনা, সেটা নিয়ে চিন্তিত এমফিল ডিগ্রিধারীরা।

ইউজিসির এই নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, অনেক বিশ্ববিদ্যালয় এখনও এমফিল কোর্সে পড়ুয়াদের ভর্তি করাচ্ছে। এখন যে সব বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে, সেটাও অবিলম্বে বন্ধ করতে হবে। একই সঙ্গে পড়ুয়াদেরও সতর্ক করা হয়েছে, তাঁরাও যেন ওই কোর্সে ভর্তি না হন। আসলে ইউজিসি মনে করছে পিএইচডি আর এমফিল আলাদা করে করানোর কোনও যৌক্তিকতা নেই।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!