Advertisement
  • এই মুহূর্তে ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • মে ১৪, ২০২৪

চঞ্চল চিত্রে মুক্তি পেল ‘পদাতিক’-র টিজার

আরম্ভ ওয়েব ডেস্ক
চঞ্চল চিত্রে মুক্তি পেল ‘পদাতিক’-র টিজার

যে পরিচালকত্রয়ী বাংলা চলচ্চিত্রকে বিশ্ব চলচ্চিত্রের পর্যায়ভুক্ত করতে পেরেছিলেন, তাঁদের অন্যতম যে মৃণাল সেন । এই বছর তাঁর জন্মশতবর্ষ পূর্ণ হচ্ছে। তাঁকে স্রদ্ধা জানিয়ে এবার পর্দায় ‘তাঁকে’ই আনতে চলেছেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় ।

গত বছর চঞ্চল চৌধুরীর মৃণাল-অবতার দেখে চমকে উঠেছিল সমাজমাধ্যম । যেন অবিকল তিনিই ধরা দিয়েছেন আলোকচিত্রের মাধ্যমে। তখনই জানা যায়, পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবার বড়পর্দায় আনতে চলেছেন পরিচালক মৃণাল সেনকে। তাঁকে শ্রদ্ধা নিবেদন করে তৈরি করছেন ‘পদাতিক।’ মঙ্গলবার মৃণাল সেনের জন্মদিনেই মুক্তি পেল চলচ্চিত্রের টিজার।

আগাগোড়া সাদা কালোয় ধরা সেই টিজারে তুলে ধরা হয়েছে রবীন্দ্রনাথের শবযাত্রা থেকে শুরু করে তাঁর সিনেমা তৈরির মূল নির্যাস টুকুর আত্মাটাও। এই ব্যাপারে কোনো খামতি রাখেননি সৃজিত। এক মিনিট আটত্রিশ সেকেন্ডের টিজারে মুগ্ধ করেছেন চঞ্চল চৌধুরীও। নিজেকে চরিত্রের জন্য ভেঙে গড়ে তৈরি করেছেন তা বেশ বুঝিয়ে দিয়েছেন অভিনেতা। এখন অপেক্ষা ছবি মুক্তির। নন্দনে আজ চলচ্চিত্রটির টিজার মুক্তির অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিনেত্রী, নৃত্যশিল্পী মমতাশঙ্কর, অধ্যাপত সঞ্জয় মুখোপাধ্যায়, শিলাদিত্য সেন, অদৃশ্য কুমার সহ আরও অনেকে ।

গীতা সেনের চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মনামী ঘোষ। জিতু কমলকে দেখা যাবে সত্যজিত রায়ের ভূমিকায়। প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে পরিচালক অনীক দত্তের ‘অপরাজিত’ ছবিতে তাঁকে দেখা গিয়েছিল একই চরিত্রে। তবে এবারে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল, কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, যা করা হয়েছে সত্যজিৎ রায়ের ব্যারিটোন কণ্ঠকে তুলে ধরার জন্য। বাংলা সিনেমায় এর ব্যবহার এর আগে খুব একটা হয়নি। পাশাপাশি থাকছেন অমিতাভ বচ্চন। তবে, আসল বিগ বি নয়। মৃণাল সেনের পরিচালিত ছবি ‘ভুবন সোম’-এ মাত্র তিনশো টাকা পারিশ্রমিকে অভিনয় করেছিলেন বলিউডে ‘নবাগত’ অমিতাভ বচ্চন। সেই স্মৃতি উস্কে দিতে পরিচালক তাঁর চরিত্রে রাখছেন অভিনেতা রাহুল দেব বসুকে।

মৃণাল সেনের চরিত্রে অভিনয়ের প্রসঙ্গে চঞ্চল চৌধুরীর কথায়, মৃণাল সেন চলচ্চিত্র জগতের একজন মহীরুহসম নাম। এমন একজন পরিচালকের চরিত্রে অভিনয় করা মানে একটা ইতিহাসের অংশ হয়ে থাকা।

 


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!