Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • জানুয়ারি ৫, ২০২৪

ধোনির সঙ্গে ১৫ কোটির প্রতারণা !‌ আদালতের দ্বারস্থ ক্যাপ্টেন কুল

আরম্ভ ওয়েব ডেস্ক
ধোনির সঙ্গে ১৫ কোটির প্রতারণা !‌ আদালতের দ্বারস্থ ক্যাপ্টেন কুল

তিনি ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী। আর তাঁর সঙ্গেই কিনা প্রতারণা!‌ এক স্পোর্টস ম্যানেজমেন্ট সংস্থার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হয়েছেন মহেন্দ্র সিং ধোনি। রাঁচির আদালতে সংস্থার দুই কর্ণধারের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছেন তিনি।
বিশ্বজুড়ে তাঁর নামে ক্রিকেট অ্যাকাডেমি খোলার ব্যাপারে ২০১৭ সালে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে চুক্তি আরকা স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের। ধোনির সঙ্গে সংস্থার যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তাতে বলা ছিল ফ্র্যাঞ্চাইজি ফি ও লভ্যাংশের একটা অংশ ধোনিকে দেবে ওই সংস্থা। কিন্তু সেই চুক্তির শর্ত মানা হয়নি বলে অভিযোগ করেছেন ধোনি। এই বিষয়ে সংস্থাটিকে বারবার জানানো হলেও তারা চুক্তি অনুযায়ী টাকা দেয়নি।
শর্ত অনুযায়ী অর্থ না দেওয়ায় ২০২১ সালের ১৫ অগাস্ট ধোনির পক্ষ থেকে চুক্তি বাতিল করা হয়। বেশ কয়েকবার আইনি নোটিশও পাঠানো হয়। কিন্তু তাতেও কাজ হয়নি। ধোনির প্রতিনিধি, বিধি অ্যাসোসিয়েটসের দয়ানন্দ সিংয়ের দাবি চুক্তির শর্ত লঙ্ঘন করায় ধোনির অন্তত ১৫ কোটি টাকা ক্ষতি হয়েছে।
প্রতারিত হয়ে ধোনি রাঁচি আদালতে আরকা স্পোর্টস অ্যান্ড ম্যানেজমেন্ট লিমিটেডের দুই কর্ণধার মিহির দিবাকর ও সৌম্য বিশ্বাসের বিরুদ্ধে ধোনি ফৌজদারি মামলা দায়ের করেছেন। ধোনির ঘনিষ্ঠ বন্ধু সিমন্ত লোহানি দাবি করেছেন, আরকা স্পোর্টসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করায় মিহির দিবাকর তাঁদের হুমকি দিয়েছেন, হেনস্থাও করেছেন।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!