- এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ২১, ২০২৪
চেন্নাই সুপার কিংসের নেতৃত্বে ঋতুরাজ । সরে দাঁড়ালেন ধোনি

বরাবরই তিনি চমক দেওয়ার ব্যাপারে ওস্তাদ। কোনও ইঙ্গিত না দিয়েই হঠাৎ করেই একদিন আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। এবার আইপিএল শুরু হওয়ার আগের দিনই চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব থেকে সরে দাঁড়ালেন মহেন্দ্র সিং ধোনি। তাঁর জায়গায় এবছর চেন্নাইকে নেতৃত্ব দেবেন ঋতুরাজ গায়কোয়াড়।
চেন্নাই সুপার কিংসের নেতৃত্ব ছেড়ে দেওয়াটা অবশ্য মহেন্দ্র সিং ধোনির কাছে নতুন নয়। ২০২২ সালেও তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়ে নেতৃত্বের আর্ম ব্যান্ড তুলে দিয়েছিলেন রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু একের পর এক ম্যাচে দলের ব্যর্থতায় আবার তিনি আর্ম ব্যান্ড তুলে নেন। দলকে শেষ পর্যন্ত প্লে–অফে নিয়ে যেতে পারেননি। গত বছর অবশ্য চেন্নাই সুপার কিংসকে চ্যাম্পিয়ন করেছিলেন। অনেকেই ভেবেছিলেন এবার হয়তো ক্রিকেটকে বিদায় জানাবেন। কিন্তু গতবছর আইপিএলের ফাইনালের পর এবছরও খেলার ইঙ্গিত দিয়েছিলেন ধোনি। আবার নেতৃত্ব ছেড়ে দেওয়ায় মনে করা হচ্ছে, এটাই তাঁর আইপিএলের শেষ বছর।
আইপিএলে অধিনায়ক হিসেবে ধোনির সাফল্য যথেষ্ট ঈর্ষানীয়। চেন্নাই সুপার কিংসে ৫ বার চ্যাম্পিয়ন করেছেন। অধিনায়ক হিসেবে গত বছর স্পর্শ করেছেন মুম্বই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মার রেকর্ড। এবছর রোহিতকে অধিনায়কের দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। ধোনিও নেতৃত্ব ছেড়ে দিলেন। ফলে রোহিতকে টপকে যাওয়ার আর সুযোগ থাকল না। ২১২টি ম্যাচে চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। দলকে জয় এনে দিয়েছেন ১২৮ ম্যাচ। হার ৮২টিতে। ২টি ম্যাচ পরিত্যক্ত হয়েছিল।
নতুন অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ২০২০ সাল থেকে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন। ধোনির মতোই ঠান্ডা মস্তিষ্কের। ভবিষ্যতের কথা ভেবে এখন থেকেই ঋতুরাজকে তৈরি করে নিতে চায় চেন্নাই টিম ম্যানেজমেন্ট। আইপিএলে ৫২ ম্যাচে ১৭৯৭ রান করেছেন ঋতুরাজ গায়কোয়াড়। ৩টি সেঞ্চুরি রয়েছে। সর্বোচ্চ ১০১। গতবছর দারুণ ফর্মে ছিলেন। এবছরও তাঁর ব্যাটের দিকে তাকিয়ে চেন্নাই সুপার কিংস। এখন দেখার নেতৃত্বের বোঝা কাঁধে নিয়ে দলকে সাফল্য এনে দিতে পারেন কিনা ঋতুরাজ।
❤ Support Us