- এই মুহূর্তে বি। দে । শ
- অক্টোবর ১৪, ২০২৪
গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অভিযুক্তদের মাফ, সিদ্ধান্ত বাংলাদেশের তদারকি সরকারের

বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করলেন বর্তমান তদারকি সরকারের প্রধান মহম্মদ ইউনুস। শেখ মুজিবর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের খুন ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকা ব্যক্তিদের ক্ষমা করেছিলেন জিয়াউর রহমান। এবার শেখ হাসিনাকে সরাতে গণঅভ্যুত্থানে অংশ নেওয়া অভিযুক্তদের ক্ষমা করে দিয়েছে ইউনুস সরকার। বাংলাদেশ স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে গণঅভ্যুত্থানে যুক্ত হওয়া কোনও ব্যক্তির বিরুদ্ধে মামলা করা যাবে না। এমনকি তাদের গ্রেফতারও করা যাবে না।
বাংলাদেশ স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৫ আগস্ট ছাত্র ও জনতার সম্মিলিত গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের মাধ্যমে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ে ওঠার যাত্রার সূচনা হয়েছে। গণঅভ্যুত্থানে যে সব ছাত্র-জনতা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিল, তাদের বিরুদ্ধে ১৫ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট ঘটনার জন্য কোনও মামলা, গ্রেফতার বা হয়রানি করা হবে না। এই ব্যাপারে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকার নির্দেশ প্রদান করা হল। কেউ যাতে এই ব্যাপারে অসত্য তথ্য প্রদান করে কোনও সুবিধা অর্জন না করে, সেই বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক করা হল।’ এই সিদ্ধান্ত দেশের সব টিভি চ্যানেলকে সবসময় প্রচার করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার।
এই ঘোষণার ফলে শেখ হাসিনাকে হটাতে আওয়ামী লিগের কর্মী সমর্থক এবং পুলিশ কর্মীদের খুন, সরকারি সম্পত্তি নষ্টের যাবতীয় অপরাধ ক্ষমা করে দিল ইউনুস সরকার। সরকারের এই সিদ্ধান্তে বাংলাদেশে নতুন করে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। অনেকেই মনে করছে, এই সিদ্ধান্ত নিয়ে মহম্মদ ইউনুস প্রয়াত রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমানের পথ অনুসরণ করলেন। শেখ মুজিবুর রহমানকে সপরিবার খুন ও হত্যার ষড়যন্ত্রে লিপ্ত থাকাদের গণ ক্ষমা করে দিয়েছিলেন জিয়াউর। পরে জিয়াউর রহমানের সেই সিদ্ধান্ত বাতিল করে দিয়েছিল বাংলাদেশের সর্বোচ্চ আদালত।
তদারকি সরকারের দায়িত্ব নেওয়ার সময় মহম্মদ ইউনুস যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই প্রতিশ্রুতি অবশ্য রাখতে পারলেন না। ৮ আগস্ট বাংলাদেশ তদারকি সরকারের দায়িত্ব নেওয়ার সময় ইউনুস বলেছিলেন, আইন আইনের পথেই চলবে। কিন্তু গণঅভ্যুত্থানে যুক্ত থাকা এবং সরকারি সম্পত্তি বিনষ্টকারী ও পুলিশ কর্মীদের হত্যাকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নিলেন না। তাঁদের ক্ষমা করে দিলেন।
❤ Support Us