শিবভোলার দেশ শিবখোলা
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
ভারতীয় মহিলা ক্রিকেট আজ স্মরণীয় দিনের সাক্ষী হতে চলেছে। যাবতীয় প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হতে চলেছে মহিলাদের আইপিএল। প্রথম সংস্করণে মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে ইতিহাস তৈরি করতে চলেছে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। মহিলাদের আইপিএলের ইতিহাসে প্রথম ম্যাচেই মুখোমুখি হবে এই দুই দল।
বেশ কিছুদিন আগে সব দলই মুম্বইয়ে হাজির। চূড়ান্ত প্রস্তুতিও সারা। মোট পাঁচটি দল মহিলাদের আইপিএলের প্রথম সংস্করণে মাঠে নামছে। প্রথম ম্যাচে মুখোমুখি গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। প্রথম ম্যাচে মাঠে নামার আগে অন্যরকম অনুভূতি মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হরমনপ্রীত কাউরের। গুজরাট জায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে তিনি বলেন, ‘মহিলাদের আইপিএল ভারতের মেয়ে ক্রিকেটারদের কাছে একটা দুর্দান্ত প্লাটফর্ম। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায় এই ধরনের প্রতিযোগিতা অনেক আগেই শুরু হয়েছে। আমরা দীর্ঘদিন ধরে এইরকম একটা প্রতিযোগিতার অভাব বোধ করছিলাম। অবশেষে আমাদের সামনে সেই সুযোগ এসে গেছে। আশা করছি মহিলাদের আইপিএলের মাধ্যমে অনেক নতুন প্রতিভা উঠে আসবে। নতুন প্রজন্ম নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারবে।’
গুজরাট জায়ান্টস দলকে নেতৃত্ব দেবেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। তিনি বলেন, ‘ডব্লিউপিএল ভারতীয় ক্রিকেটের নিঃসন্দেহে নতুন অধ্যায় শুরু করতে চলেছে। বিদেশি খেলোয়াড়রা ভারতের পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নেওয়ার দারুন সুযোগ পাবে। এই প্রতিযোগিতা ভারতীয় মহিলা ক্রিকেটারদের কাছে নতুন দিগন্ত খুলে দেবে।’
ডিওয়াই পাতিল স্টেডিয়ামে মহিলাদের আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে। এখানেই প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্স। বিকেল পাঁচটা থেকে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে। উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন কিয়ারা আদবানি, কৃতী শ্যাননের মতো বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। এছাড়াও থাকবেন জনপ্রিয় গায়ক এপি ধিলোঁ। উদ্বোধনী অনুষ্ঠানের পরে প্রথম ম্যাচে মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস এবং মুম্বই ইন্ডিয়ান্স।
শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।
সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।
মিরিক নামটি এসেছে লেপচা ভাষার “মির-ইওক” শব্দ থেকে, যার অর্থ আগুনে পুড়ে যাওয়া জায়গা।
15:34