Advertisement
  • এই মুহূর্তে মা | ঠে-ম | য় | দা | নে
  • মার্চ ১৪, ২০২৩

টানা ৫ ম্যাচে জয়, প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স

আরম্ভ ওয়েব ডেস্ক
টানা ৫ ম্যাচে জয়, প্লে অফ খেলা নিশ্চিত করে ফেলল মুম্বই ইন্ডিয়ান্স

মহিলা প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য মুম্বই ইন্ডিয়ান্স। মঙ্গলবার গুজরাট জায়ান্টসকে ৫৫ রানে হারিয়ে টানা ৫ ম্যাচে জয় তুলে নিল। একই সঙ্গে প্লে অফ খেলা নিশ্চিত করে ফেললেন হরমনপ্রীত কাউররা। প্রথমে ব্যাট করে ২০ ওভারে মুম্বই তোলে ১৬২/‌৮ রান। জবাবে ১০৭/‌৯ তুলতে সমর্থ হয় গুজরাট। মুম্বইয়ের জয়ের ভিত গড়ে দেন অধিনায়ক হরমনপ্রীত কাউর।

টস জিতে মুম্বই ইন্ডিয়ান্সকে প্রথমে ব্যাট করতে পাঠায় গুজরাট জায়ান্টস। প্রথম ওভারেই ধাক্কা খায় মুম্বই। ছন্দে থাকা হেইলি ম্যাথিউসকে (‌০)‌ তুলে নেন অ্যাশলে গার্ডনার। এরপর দলকে টেনে নিয়ে যান যস্তিকা ভাটিয়া ও ন্যাট স্কিভার। দুজনের জুটিতে ওঠে ৭৪ রান। একাদশ ওভারে জুটি ভাঙেন কিম গার্থ। তুলে নেন ন্যাট স্কিভারকে। ২১ বলে ৩৬ রান করে আউট হন তিনি। এক ওভার পরেই রান আউট হয় যস্তিকা ভাটিয়া। ৩৭ বলে তিনি করেন ৪৪। ১৩ বলে ১৯ রান করে আউট হন অ্যামিলিয়া কের। অধিনায়ক হরমনপ্রীত কাউর ৩০ বলে ৫১ রান করে আউট হন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেটে ১৬২ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স। ৩৪ রানে ৩ উইকেট পান অ্যাশলে গার্ডনার।

জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় গুজরাট জায়ান্টস। ন্যাট স্কিভারের বলে এলবিডব্লিউ হন সোফি‌য়ে ডাঙ্কলে (‌০)‌। এরপর গুজরাটকে টেনে নিয়ে যান সাবিনেনি মেঘনা ও হার্লিন দেওল। ৩৪ রানের মাথায় আউট হন মেঘনা (‌১৭ বলে ১৬)‌। এরপরই ধস নামে গুজরাট ইনিংসে। পরপর আউট হন সাদারল্যান্ড (‌০)‌, হার্লিন দেওল (‌২৩ বলে ২২)‌, গার্ডনার (‌৮)‌ ও হেমলতা (‌৬)‌। ১২ ওভারের মধ্যে ৫৭ রানে ৬ উইকেট হারিয়ে আর ম্যাচে ফিরতে পারেনি গুজরাট। শেষ পর্যন্ত ২০ ওভারে তোলে ১০৭/‌৯। ন্যাট স্কিবার ২১ রানে নেন ৩ উইকেট। ২৩ রানে ৩ উইকেট হেইলি ম্যাথিউজেরও। ২ উইকেট নেন অ্যামেলিয়া কের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!