- মা | ঠে-ম | য় | দা | নে
- মার্চ ১১, ২০২৩
জার্সিতে নগরকাহন।শহরের ঐতিহ্যে সাফল্যের স্বপ্ন ছুঁতে চায় মুম্বই ইন্ডিয়ান্স
গতবছর আইপিএলে চূড়ান্ত ব্যর্থ মুম্বই ইন্ডিয়ান্স। সাফল্যের রাস্তায় ফিরতে এবছর জার্সিতে বদল নিয়ে এসেছে মুম্বই ইন্ডিয়ান্স কর্তারা। শুক্রবারই নতুন জার্সি উন্মোচন হয়েছে। নতুন জার্সিতে তুলে ধরা হয়েছে মুম্বই শহরের নানা ঐতিহ্য। নতুন এই জার্সির ডিজাইন করেছেন শান্তনু ও নিখিল।
মুম্বই ইন্ডিয়ান্সের নতুন জার্সির ডিজাইনে স্থান পেয়েছে হলুদ–কালো ট্যাক্সি, আরব সাগর, সি লিঙ্ক, গেটওয়ে অফ ইন্ডিয়া ও গোল্ড লাইনস বা শহরের নানা রাস্তাঘাট। জার্সিতে মুম্বইয়ের ঐতিহ্য তুলে ধরার প্রসঙ্গে ডিজাইনার শান্তনু ও নিখিল বলেছেন, ‘মুম্বই শহরে গ্ল্যামার ও কর্মচঞ্চলতার মধ্যেও নিহিত রয়েছে স্বপ্ন। সেই স্বপ্ন এতটাই শক্তিশালী যা সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সহায়ক হয়েছে। আরব সাগরের ধারের এই শহরে মানুষের আকাঙ্ক্ষা সদাজাগ্রত। সেই বিষয়টিকে মাথায় রেখেই জার্সিটি তৈরি করা হয়েছে।’
নতুন ডিজাইনের এই জার্সি শুক্রবার থেকেই বিক্রি শুরু হয়েছে এক্সক্লুসিভ এমআই শপে। আপাতত ৭ দিন এই সুবিধা মিলবে। এরপর অন্যান্য নানা প্ল্যাটফর্ম থেকেও পছন্দের জার্সি কিনতে পারবেন সমর্থকরা। এমনকী জার্সিতে নিজের নাম ও পছন্দের জার্সি নম্বর লেখানোরও সুযোগ থাকছে। ছোট-বড় সকলের জন্য বিভিন্ন মাপের জার্সি তৈরি করা হয়েছে। এমআই শপ থেকে ম্যাচ, ট্রেনিং ও ট্রাভেল জার্সির রেপ্লিকা রেঞ্জ থেকে নিজের পছন্দের জার্সি কিনতে পারবেন।
এদিকে, সমর্থকদের বয়সভিত্তিক বিভিন্ন গ্রুপের জন্য মেম্বারশিপ প্যাকেজও ঘোষণা করেছে মুম্বই ইন্ডিয়ান্স। ফ্যামিলি মেম্বারশিপের ক্ষেত্রে জুনিয়র প্যাকেজ রয়েছে ৬৯৯ টাকার, সিলভার প্যাকেজ ৭৯৯ টাকার, গোল্ড প্যাকেজ রয়েছে ২১৯৯ টাকার। হোম ম্যাচ টিকিটের ক্ষেত্রে মেম্বাররা অগ্রাধিকার পাবেন। এক্সক্লুসিভ মার্চেন্ডাইজের ক্ষেত্রে বিশেষ ছাড়ও পাওয়া যাবে।
❤ Support Us