Advertisement
  • দে । শ প্রচ্ছদ রচনা
  • মে ৩০, ২০২৩

পুর নিয়োগ দুর্নীতি তদন্তে নয়া মোড়, এই প্রথম রাজ্যের ২ দফতরকে চিঠি দিল ইডি

আরম্ভ ওয়েব ডেস্ক
পুর নিয়োগ দুর্নীতি তদন্তে নয়া মোড়, এই প্রথম রাজ্যের ২ দফতরকে চিঠি দিল ইডি

রাজ্যের বিভিন্ন পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে তৎপর হল ইডি। এ বার রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের দফতরে চিঠি দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কোন পুরসভায় কত নিয়োগ হয়েছে, তা জানতে চেয়ে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন এবং পুর নগরোন্নয়ন দফতরকে চিঠি দিয়েছে ইডি। মঙ্গলবার ইডি সূত্রে এই খবর জানা গেছে। পুর নগরোন্নয়ন দফতরের মন্ত্রী ফিরহাদ হাকিম। এ বার পুরমন্ত্রীর দফতরে এই দুর্নীতির তদন্তে চিঠি পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি । ঘটনাচক্রে, মঙ্গলবারই নিয়োগ দুর্নীতিকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে ‘কালীঘাটের কাকু’ ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রকে।

পুর নিয়োগ দুর্নীতি তদন্তে এই প্রথম রাজ্যের ২ দফতরকে চিঠি পাঠালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। পুর ও নগরোন্নয়ন দফতর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। গতবছর থেকে শিক্ষাক্ষেত্রে পাহাড় প্রমান দুর্নীতির পর এবার পুর নিয়োগে দুর্নীতির খোঁজেও তদন্তে গতি যে বাড়াতে ইডি বাড়াতে চাইছে  এই চিঠিই তার প্রমাণ।

২০১২ সালের পর থেকে পুরসভায় নিয়োগের প্রক্রিয়ার দায়িত্বে ছিল এই দপ্তর। ২০১৭ সাল থেকে কিভাবে রাজ্যের বিভিন্ন পুরসভা গুলিতে নিয়োগ হয়েছে, কোন কোন সংস্থা টেন্ডারের মাধ্যমে দায়িত্বে ছিল? কাদের দ্বারা নিয়োগ হয়েছে? এই সকল তথ্য জানতে চাওয়া হয়েছে ওই চিঠিতে, সূত্রের মাধ্যমে এমনটাই জানা যাচ্ছে।

এই দুই দপ্তরের কাছ থেকে চিঠির উত্তর পেলে ইডি নিয়োগ দুর্নীতিতে ধৃত অয়ন শীলের অফিস থেকে প্রাপ্ত তালিকার সঙ্গে সেই তথ্য মিলিয়ে দেখবে বলে জানা গেছে। উল্লেখ্য, শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে পুর দুর্নীতির হদিস মেলে বলে দাবি ইডির। প্রসঙ্গত অয়ন শীলের সল্টলেকের ফ্ল্যাট থেকে পুর নিয়োগের তালিকা উদ্ধার হয়। এরপরেই শুরু হয় তদন্ত। দেখা যায় ধৃত প্রোমোটার অয়ন শীলের সংস্থা এবিএস ইনফোজেনের মাধ্যমে রাজ্যের প্রায় সব পুরসভায় নিয়োগ হয়েছে। সেই সূত্র ধরেই খোঁজ চালিয়েই উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সেই দুর্নীতির গোড়াতে পৌঁছতেই এবার রাজ্যের ২ দফতরকে চিঠি দিয়েছে ইডি।

ইডি মনে করছে, অয়নের সংস্থা যে সব উত্তরপত্রের মূল্যায়ন করেছে, সে সব ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকতে পারে। কাঁচরাপাড়া, টাকি, দক্ষিণ দমদম, হালিশহর, বরাহনগর-সহ বহু পুরসভায় নিয়োগ সংক্রান্ত দুর্নীতিতে অয়ন জড়িত বলে দাবি করা হয়েছে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় ১০০০ জন চাকরিপ্রার্থীর কাছ থেকে অয়ন ৪৫ কোটি টাকা তুলেছেন বলে চার্জশিটে দাবি করেছে ইডি। পুর নিয়োগের জন্য চাকরিপ্রার্থীদের কাছ থেকে অয়ন ৩৫-৪০ কোটি টাকা তুলেছেন বলে ইডি সূত্রে খবর। বিভিন্ন পদে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়ে থাকতে পারে বলে সন্দেহ তদন্তকারীদের।

এদিকে ইডির পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতির তদন্ত চালাচ্ছে সিবিআইও। পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই নির্দেশ পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিল রাজ্য। তাদের পুনর্বিবেচনার আর্জি খারিজ করে আগের নির্দেশ বহাল রাখেন বিচারপতি অমৃতা সিনহা। সিঙ্গল বেঞ্চের সেই রায়কে চ্যালেঞ্জ করেই ডিভিশন বেঞ্চে যায় রাজ্য। গত সপ্তাহে এই মামলায় সিবিআই তদন্তে স্থগিতাদেশ দেয়নি বিচারপতি বিশ্বজিৎ বসু এবং বিচারপতি অপূর্ব সিন্‌‌হা রায়ের ডিভিশন বেঞ্চ। এই আবহে এ বার পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তে তৎপর হল ইডি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!