- এই মুহূর্তে দে । শ
- জুন ৭, ২০২৩
পুর নিয়োগ দুর্নীতিতে কলকাতা সহ রাজ্যের ১৪টি পুরসভায় সিবিআই তল্লাশি। “ত্রাস সৃষ্টি করার জন্য এসব করছে”, বললেন ফিরহাদ

পুর নিয়োগে দুর্নীতির জাল ছিড়তে বুধবার সকাল থেকেই কলকাতা সহ রাজ্যের ১৪টি পুরসভায় সিবিআইর তল্লাশি চলছে। ২০১৪-র পর থেকে পুরসভায় নিয়োগের যে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির উৎস সন্ধানে সিবিআই এই ম্যারাথন তল্লাশি চালাচ্ছে। এই সিবিআইর তল্লাশির ঘটনা পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় অবশ্যই একটি নতুন মোড়। এই তল্লাশি শুধু কলকাতায় থেমে নেই। কলকাতা থেকে জেলা এবং রাজ্য জুড়েই পুর নিয়োগ দুর্নীতিতে ১৪টি জায়গায় সিবিআই তল্লাশি চলছে।
এদিকে এই সিবিআই তল্লাশিকে রাজনৈতিক অভিসন্ধি বলে মন্তব্য করে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “ত্রাস সৃষ্টি করার জন্য এসব করছে। যদি আমরা অন্যায় না করে থাকি তাহলে ভয় নেই।”
সল্টলেকে পুর ও নগরোন্নয়ন দফতরে সিবিআই তল্লাশি চলছে। এ ছাড়াও চুঁচুড়া, শান্তিপুর, ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভা সহ ১৪টি জায়গায় এই সিবিআইর তল্লাশি চলছে। নিয়োগের আগে পুরসভাগুলির বৈঠকে কী রেজোলিউশন অনুমোদন করা হয়েছিল, সেই কপির খোঁজেই এই সিবিআই তল্লাশি হচ্ছে বলে সিবিআই সূত্রে জানা যাচ্ছে। নিয়োগের ক্ষেত্রে যে পরীক্ষা হয়েছে তার খোঁজও যেমন নিচ্ছে সিবিআইর টিম, তেমন নিয়োগের বিজ্ঞপ্তির কপি, প্রার্থীদের তালিকা সহ এই নিয়োগ দুর্নীতির সঙ্গে সম্পর্কিত সমস্ত বিষয়ের নথি সিবিআই সংগ্রহ করার জন্যই এই অভিযান শুরু করেছে।
পুর নিয়োগকাণ্ডে সিবিআইর এফআইআর জারির করার পরে এটাই প্রথম সিবিআই তল্লাশি অভিযান। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মজদুর, ক্লার্ক, পিয়ন, অ্য়াসিস্ট্যান্ট থেকে শুরু করে ড্রাইভার- সর্বত্র টাকার বিনিময়ে নিয়োগের অভিযোগ। ২০১৪ সালের পর থেকে এই পুরসভাগুলিতে কীভাবে নিয়োগ হয়েছে। কতজনকে নিয়োগ করা হয়েছে। নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল কি না, কী পদ্ধতিতে বিভিন্ন ধাপে বাছাই হয়েছে। কোন কোন প্রার্থীকে বাছাই করে হয়েছিল সেটা কীসের ভিত্তিতে বাছাই করা হয়েছিল, কী প্রক্রিয়ায় গোটা নিয়োগ হয়েছিল, বাছাইয়ের প্রক্রিয়ায় কারা জড়িত ছিলেন সবই খুঁজে দেখছেন সিবিআই আধিকারিকরা।
সিবিআইর তল্লাশির নজরে অয়ন শীলের সংস্থা। সিবিআই জানতে চাইছে অয়ন শীল কীভাবে টেন্ডার পেয়েছিল, কীভাবে নিয়োগ হয়েছে, এই সব নথির খোঁজ করছে সিবিআইর তদন্তকারী দল। এই কারণে অয়নে শীলের অফিস ও পৈতৃক বাড়িতেও তল্লাশি চলছে। যে সমস্ত পুরসভায় সিবিআই তল্লাশি চালাচ্ছে সেই সব পুরসভার আধিকারিকদের সঙ্গে কথা বলছেন সিবিআই আধিকারিকরা। সিবিআই সূত্রে জানা যাচ্ছে মোট ১৪টি জায়গায় পৌঁছেছে সিবিআই টিম। বুধবার নিজাম প্যালেস থেকেই বেরিয়েছে ৫ টি সিবিআই দল।
বুধবার সকালেই সল্টলেকের পুর ও নগরোন্নয়ন দফতরের অফিস, নগরউন্নয়ন ভবনেও কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি চালাচ্ছে। তল্লাশি চলছে চুচুঁড়ায় অয়ন শীলের ফ্ল্যাট এবং সংস্থা দুই জায়গাতেই। প্রথমে সিবিআই-র টিম অয়নের অফিস এলে তাঁরা অয়নের অফিস তালাবন্ধ দেখে। তার পর সিবিআই টিমের একজন একটি চিঠি নিয়ে স্থানীয় থানায় যান। থানায় যান এই কারণেই যে অয়নের ওই অফিসটি তল্লাশির আগে সিল করা ছিল। অন্য টিম অয়ন শীলের ফ্ল্যাটে তল্লাশি শুরু করে।
এদিকে আজই সকাল ১১টায় শান্তিপুর পুরসভায় সিবিআই আধিকারিকরা তল্লাশি শুরু করে। পুরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন তারা । পুর আধিকারিকদের সঙ্গে কথা শুরু শুরু হয়েছে বলে জানা যাচ্ছে। সিবিআইয়ের দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় যা যা নিয়োগ হয়েছে, সেই নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখবেন সিবিআই আধিকারিকরা। পুরসভার অফিস ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
সিবিআই সূত্রে জানা যাচ্ছে, ব্যারাকপুর, পানিহাটি, দক্ষিণ দমদম পুরসভা সিবিআইর বিশেষ নজরে রয়েছে। এই পুরসভাগুলিতে সিবিআই টিম তল্লাশি চালাচ্ছে । এছাড়াও কাঁচরাপাড়া, নিউ ব্যারাকপুর, কামারহাটি, টিটাগড়, উত্তর দমদম পুরসভায় সিবিআই তল্লাশি চলছে।
এদিন সকাল ১১টায় শান্তিপুর পুরসভায় যান সিবিআই আধিকারিকরা। পুরসভার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন। পুর আধিকারিকদের সঙ্গে কথাবলে নিয়োগের পদ্ধতি ও প্রক্রিয়া জানতে চেষ্টা করছেন সিবিআইর তদন্তকারীরা। সিবিআইয়ের দলের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনী। পুরসভায় যা যা নিয়োগ হয়েছে, সেই নিয়োগ সংক্রান্ত নথি খতিয়ে দেখছেন সিবিআই আধিকারিকরা। পুরসভার অফিস ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী।
❤ Support Us