Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • জুন ২, ২০২৩

পুর নিয়োগ দুর্নীতিতে শীর্ষ আদালতে ফের ধাক্কা রাজ্যের

আরম্ভ ওয়েব ডেস্ক
পুর নিয়োগ দুর্নীতিতে শীর্ষ আদালতে ফের ধাক্কা রাজ্যের

পুর-নিয়োগ দুর্নীতির অভিযোগে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে এই মামলায় সিবিআই, ইডির তদন্তে স্থগিতাদেশ চায় রাজ্য, তবে সেই স্থগিতাদেশ শীর্ষ আদালত শুক্রবার দিল না। এই মামলার পরবর্তী শুনানি শীর্ষ আদালতের গরমের ছুটির পর ৩ জুলাই হবে বলে শীর্ষ আদালত নির্দেশ দিয়েছে। কিছুদিন আগেই পুর-নিয়োগ দুর্নীতি ইস্যুতে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল ‘পুর-নিয়োগে দুর্নীতির অভিযোগেও তদন্ত করতে পারবে সিবিআই, চাইলে এফআইআর দায়ের করতে পারবে’। এই নির্দেশকে চ্যালেঞ্জ করেই শীর্ষ আদালতের দ্বারস্থ রাজ্য। শুক্রবার পশ্চিমবঙ্গ সরকারের পক্ষে আইনজীবী সুনীল ফার্নান্ডেজ বিচারপতি সুধাংশু ধুলিয়া ও কেভি বিশ্বনাথনের বেঞ্চে জরুরি ভিত্তিতে এই মামলার শুনানির আবেদন করেন। রাজ্যের পক্ষের আইনজীবী বলেন,জরুরি ভিত্তিতে এই মামলার শুনানি না হলে অভিযুক্তরা সুরক্ষা পাবে না, ইডি, সিবিআই তদন্ত প্রক্রিয়া শুরু করে দেবে। শীর্ষ আদালত এই আবেদন গ্রাহ্য করেনি। শীর্ষ আদালত এই মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছে আগামী ৩ জুলাই, আদালতের গরমের ছুটির পর। এর ফলে রাজ্যের দাবি মতো পুর নিয়োগ দুর্নীতিতে সিবিআই, ইডির তদন্তে স্থগিতাদেশ শীর্ষ আদালতে মিললো না।

এদিন সলিসিটার জেনারেল তুষার মেহতা রাজ্যের এই আবেদনে আপত্তি তুলে বলেন, কি ভাবে একটি রাজ্যের তরফে শীর্ষ আদালতে এসে সিবিআই, ইডি -র তদন্তের বিরোধিতা করতে পারে? সলিসিটার জেনারেল বলেন, কোনও আসামি এলে বোঝা যেত।

এর আগেই আমরা দেখেছি, বেঞ্চ বদলালেও রাজ্য সরকারের এই মামলায় স্বস্তি মেলেনি। আবারও ধাক্কা খেয়েছে রাজ্য। পুর-নিয়োগ দুর্নীতিতে সিবিআই  তদন্তের নির্দেশই বহাল রইল। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের রায়ই বহাল রেখেছেন বিচারপতি অমৃতা সিনহা। ‘প্রাথমিক নিয়োগ দুর্নীতির তদন্তে ধৃত অয়ন শীলের কাছ থেকে পুর-নিয়োগ দুর্নীতির নথিও মিলেছে’। এই মর্মে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের দৃষ্টি আকর্ষণ করে ইডি। তার প্রেক্ষিতে সিবিআই কে তদন্তের নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!