- এই মুহূর্তে
- মে ১৬, ২০২২
ঝাঁঝালো গ্যাস লিক করে মুর্শিদাবাদে অসুস্থ ১৮, এলাকা জুড়ে আতঙ্ক

মুর্শিদাবাদের লালবাগ শহরে ক্লোরিন গ্যাস লিক করে অসুস্থ প্রায় ১৮ জন। সোমবার ঘটনাটি ঘটে লালবাগ রেজিস্ট্রি মোড় সংলগ্ন পিএইচই পাম্প স্টেশনে । গ্যাস লিক হওয়ার পরই বিষয়টি জানতে পারেন স্থানীয় বাসিন্দারা । এরপর তাঁরাই ঘটনাস্থলে পৌঁছে অসুস্থদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে এবং মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে । ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে মুর্শিদাবাদ থানার পুলিশ ও দমকলের কর্মীরা ।
মুর্শিদাবাদ পুর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের ওল্ড রেজিস্ট্রি মোড় এলাকায় গ্যাস লিক করে। সূত্রের খবর দীর্ঘদিন ধরে লালবাগের এই পিএইচই পাম্প স্টেশন খারাপ অবস্থায় পড়ে ছিল। সোমবার সেই পাম্প স্টেশন ভাঙার কাজ চলছিল। তখনই গ্যাসের পাইপ লিক হয়ে ঝাঁজালো গ্যাসে দ্রুত ছড়িয়ে পনে এলাকায় । পাম্পের কাজে নিযুক্ত থাকা চারজন-সহ পার্শ্ববর্তী এলাকার আরও ১৪ জন গুরুতর অসুস্থ হয়ে যান । স্থানীয়রা তৎক্ষণাৎ তাঁদের উদ্ধার করে লালবাগ মহকুমা হাসপাতালে পাঠায় । ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছায় মুর্শিদাবাদ থানার পুলিশ ও দমকলের কর্মীরা ।
❤ Support Us