Advertisement
  • এই মুহূর্তে দে । শ
  • নভেম্বর ২৯, ২০২৩

অমিত শাহকে স্বাগত জানাতে মিউজিক ভিডিও তৈরি, চলবে ধর্মতলার সভামঞ্চে, অভিনয়ে শঙ্কু-রুদ্রনীল

আরম্ভ ওয়েব ডেস্ক
অমিত শাহকে স্বাগত জানাতে মিউজিক ভিডিও তৈরি, চলবে ধর্মতলার সভামঞ্চে, অভিনয়ে শঙ্কু-রুদ্রনীল

২০১৯, ২০২১ এর পর বড় মাপের সভা করতে ২৯ নভেম্বর, বুধবার কলকাতায় আসছেন অমিত শাহের সভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত বিধানসভা নির্বাচনের পরে কলকাতায় অনেক বার এলেও কোনও সভা করেননি। ২০২৩-এর এপ্রিল মাসে একটিই সভা করেন শিলিগুড়িতে। তাই  বুধবারের মেগা সভা নিয়ে বাড়তি প্রস্তুতি নিয়েছে গেরুয়া শিবিরের। রাজ্য বা কেন্দ্রের প্রকল্প থেকে বঞ্চিতদের সমাবেশে শাহের উপস্থিতি নিয়ে রাজ্য জুড়ে প্রচারের জন্য একটি “থিম সং” তৈরি করেছে রাজ্য বিজেপি। অমিত শাহ আসার আগের দিন মঙ্গলবার এই মিউজিক ভিডিয়োটি রিলিজ করল রাজ্য বিজেপি। এই মিউজিক ভিডিওতে শঙ্কুদেব পণ্ডা, রুদ্রনীল ঘোষ সহ রাজ্য বিজেপির অনেক নেতাদের দেখা গেছে।

মিউজিক ভিডিওর গানটি লিখেছেন রুদ্রনীল ঘোষ। গত বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে প্রার্থী হয়েছিলেন রুদ্রনীল। সেই সময়ে বিজেপিতে অভিনয় জগতের অনেকেই আসেন কিন্তু পরাজিত হয়ে তাঁরা দলের সঙ্গে দূরত্ব তৈরি করেন। জিতেছিলেন একমাত্র হিরণ চট্টোপাধ্যায়। তবে ভোটে হারলেও রুদ্রনীল এখনও সক্রিয় বিজেপি নেতা। রুদ্রনীল বিজেপির সাংস্কৃতিক শাখার দায়িত্বেও রয়েছেন। এ বার দলের হয়ে নিজের লেখা ও সুরে মিউজিক ভিডিয়োয় অভিনও করলেন রুদ্রনীল। এই মিউজিক ভিডিওটি পরিচালনাও করেছেন তিনিই। এই ভিডিয়ো নিয়ে রুদ্রনীল বলেন, ‘‘বাংলার বঞ্চিত মানুষদের জন্যই বুধবারের সভা। আর সেই মানুষদের মনের কথাই আমার কলমে এসেছে।’’

ওই ভিডিয়োতে রুদ্রনীল ছাড়াও এই মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন শঙ্কুদেব পণ্ডা থেকে কেয়া ঘোষেরা। সেই সঙ্গে রয়েছেন দলের চিকিৎসক নেতা তথা রাজ্য যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ, আইনজীবী নেতা তরুণজ্যোতি তিওয়ারি। গানে মহিলা দলের কেন্দ্রীয় ভূমিকায় রয়েছেন অভিনেত্রী পাপিয়া অধিকারী। প্রসঙ্গত, গত বিধানসভা নির্বাচনের আগেই পাপিয়া বিজেপিতে যোগ দিয়েছিলেন।

ইতিমধ্যেই বিজেপি নেতারা সেই ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। সেই সঙ্গে ঠিক হয়েছে বুধবার সভার আগেও এই মিউজিক ভিডিওটি ধর্মতলার সভামঞ্চে বড় পর্দায় দেখানো হবে। বিজেপি ধর্মতলার চারটি জায়গায় জায়ান্ট স্ক্রিন লাগিয়েছে। সভা শুরুর আগে সেখানেই  ওই ভিডিয়োটি দেখানো হবে। মিউজিক ভিডিওর মূল বিষয় রাজ্যের দুর্নীতি এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!