- এই মুহূর্তে দে । শ
- মে ২৫, ২০২৩
কেজরিকে পাওয়ারের আশ্বাস, এ সংকট শুধু দিল্লির নয়, সারা দেশের

দিল্লির আপ সরকারের বিরুদ্ধে জারি করা কেন্দ্রিয় অর্ডিন্যান্স শুধু দিল্লির নয়, এসংকট সারা দেশের । বৃহস্পতিবার একথা বললেন এনসিপি প্রধান শরদ পাওয়ার । প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, এদিন কেন্দ্রের আনা অর্ডিন্যান্সের বিরুদ্ধে রাজ্য সভায় ভোটাভুটির সময় শরদ পাওয়ারের দল এনসিপির সমর্থন চাইতে গিয়েছিলেন । তখন শরদ পাওয়ার এই মন্তব্য করেন ।
অরবিন্দ কেজরিওয়াল জানিয়েছেন, “কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে ও রাহুল গান্ধির সমর্থন চাইতে তাঁদের সঙ্গে কথা বলার জন্য আগামীকাল সময় চাইবো ।”
দক্ষিণ মুম্বই-এর ওয়াই বি চবন সেন্টারে এই বৈঠক শেষে শরদ পাওয়ার সাংবাদিকদের বলেন, “দেশে একটা সংকট তৈরি হয়েছে । তা আর শুধু দিল্লিতে থেমে নেই । এনসিপি ও মহারাষ্ট্রের মানুষ এই সংকটে অরবিন্দ কেজরিওয়ালের পাশে থাকবে । অন্য রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গেও আমি অরবিন্দ কেজরিওয়ালকে সমর্থনের জন্য কথা বলব । এই ইস্যুতে সমস্ত অবিজেপি দলগুলিকে একত্রে চলার উদ্যোগ নেব ।”
আপ-এর জাতীয় আহবায়ক বুধবার এই ইস্যুতে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও শিবসেনা (ইউবিটি) প্রধান উদ্ধব ঠাকরের সঙ্গে দেখা করে কেন্দ্রের এই অর্ডিন্যান্সের বিরুদ্ধে আপের পক্ষে সমর্থন চেয়েছেন ।
মঙ্গলবার কেজরিওয়াল এবং ভগবন্ত মান বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে দেখা করে তাঁর সমর্থন চান । মমতা বন্দ্যোপাধ্যায় অরবিন্দ কেজরিওয়ালকে কেন্দ্রের আনা দিল্লি সরকারের বিরুদ্ধে এই অর্ডিন্যান্সের বিরোধিতা করে অরবিন্দ কেজরিয়ালকে সমর্থনের প্রতিশ্রুতি দিয়েছেন । প্রসঙ্গত গত শুক্রবার কেন্দ্রের বিজেপি সরকার দিল্লি সরকারের বিরুদ্ধে গ্রুপ এ অফিসারদের বদলি ও পোস্টিঙের ক্ষেত্রে দিল্লি সরকারের অধিকার খর্ব করার জন্য একটি অর্ডিন্যান্স এনেছে । গত ৮ বছর ধরে দেশের শীর্ষ আদালতে মামলার পর শীর্ষ আদালতের রায় যখন এই ইস্যুতে দিল্লি সরকারের পক্ষে যায় তার ৮ দিনের মধ্যেই কেন্দ্র দিল্লির আপ সরকারের বিরুদ্ধে এই অর্ডিন্যান্স আনে বলে দিল্লির মুখ্যমন্ত্রী মঙ্গলবার নবান্ন থেকে অভিযোগ করেছিলেন ।
❤ Support Us