Advertisement
  • ন | ন্দ | ন | চ | ত্ব | র
  • আগস্ট ৫, ২০২৩

২০২৩ মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কারে সম্মানিত গাঙচিল এবং লেফটওয়ার্ড প্রকাশিত দুটি বই

আরম্ভ ওয়েব ডেস্ক
২০২৩ মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কারে সম্মানিত গাঙচিল এবং লেফটওয়ার্ড প্রকাশিত দুটি বই

২০২৩ সালের মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কারে সম্মানিত হল ‘লেফটওয়ার্ড’ প্রকাশিত ‘দ্য পলিটিক্যাল মার্কস: আইজাজ আহমেদ ইন কনভার্সেসন উইথ বিজয় প্রসাদ’ এবং গাঙচিল প্রকাশিত ড. জয়ন্ত দাসের লেখা ‘বিবর্তন: আদি যুদ্ধ আদি প্রেম’ বইদুটিকে। শনিবার ভারতের কমিউনিস্ট আন্দোলনের অন্যতম পথিকৃৎ কমরেড মুজফ্‌ফর আহ্‌মদের ১৩৫তম জন্মদিবস উপলক্ষে মহাজাতি সদনে আয়োজিত অনুষ্ঠানে লেখক এবং প্রকাশকদের সম্মানিত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবীণ সিপিআই(এম) নেতা বিমান বসু, পার্টির রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পলিট ব্যুরো সদস্য সূর্য মিশ্র সহ নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

মুজফ্‌ফর আহ্‌মদ স্মৃতি পুরস্কার কমিটির সভাপতি শ্রীদীপ ভট্টাচার্য এদিন পুরস্কার প্রসঙ্গে বলেন, বাংলা ও ইংরেজিতে অনেকগুলি ভালো মানের বই এবার পুরস্কার কমিটির কাছে এসেছিল। এর মধ্যে এই দু’টি বই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছে।

ইংরেজি বই ‘দ্য পলিটিক্যাল মার্কস: আইজাজ আহমেদ ইন কনভার্সেসন উইথ বিজয় প্রসাদ’-এ মার্কসবাদী চিন্তাবিদ আইজাজ আহমেদ সাংবাদিক ও ইতিহাসবিদ বিজয় প্রসাদের সঙ্গে আলোচনায় স্বল্প পরিসরে ‘জার্মান আইডিওলজি’, ‘কমিউনিস্ট ম্যানিফেস্টো’, ‘দ্য এইট্টিনথ ব্রুমেয়ার অব ল্যুই বোনাপার্ট’ এবং ‘সিভিল ওয়ার ইন ফ্রান্স’ শীর্ষক নিবন্ধগুলি নিয়ে আলোচনা করেছেন আজকের প্রাসঙ্গিকতায়। বাংলায় ড. জয়ন্ত দাসের লেখা ‘বিবর্তন: আদি যুদ্ধ আদি প্রেম’ বইটিতে ডারউইনের বিবর্তনবাদের তত্ত্বের কথা সহজবোধ্যভাবে বলা হয়েছে, যা যুগে যুগে বিজ্ঞানের গতিধারাকে পুষ্ট করেছে এবং প্রকৃতি ও মানবসমাজকে বুঝতে আজও সাহায্য করে। বর্তমান সময়ে ডারউইনের এই বিবর্তনবাদও প্রতিক্রিয়াশীলদের আক্রমণের লক্ষ্যবস্তু হয়েছে। ভারতে যারা যুক্তিবাদ-বিরোধী ও বিজ্ঞান চেতনার প্রসারের বিরোধী, তারা এই তত্ত্বকে আক্রমণ করছে।

এদিন অনুষ্ঠানে ‘বিবর্তন: আদি যুদ্ধ আদি প্রেম’ বইটির লেখক ড. জয়ন্ত দাসকে এবং অপর বইটির প্রকাশক ‘লেফটওয়ার্ড’র প্রতিনিধি শাহিদের হাতে পুরস্কার তুলে দেন বিমান বসু।

 


  • Tags:

Read by:

❤ Support Us
Advertisement
homepage vertical advertisement mainul hassan publication
Advertisement
homepage block publication
Advertisement
Advertisement
শিবভোলার দেশ শিবখোলা স | ফ | র | না | মা

শিবভোলার দেশ শিবখোলা

শিবখোলা পৌঁছলে শিলিগুড়ির অত কাছের কোন জায়গা বলে মনে হয় না।যেন অন্তবিহীন দূরত্ব পেরিয়ে একান্ত রেহাই পাবার পরিসর মিলে গেছে।

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া স | ফ | র | না | মা

সৌরেনি আর তার সৌন্দর্যের সই টিংলিং চূড়া

সৌরেনির উঁচু শিখর থেকে এক দিকে কার্শিয়াং আর উত্তরবঙ্গের সমতল দেখা যায়। অন্য প্রান্তে মাথা তুলে থাকে নেপালের শৈলমালা, বিশেষ করে অন্তুদারার পরিচিত চূড়া দেখা যায়।

মিরিক,পাইনের লিরিকাল সুমেন্দু সফরনামা
error: Content is protected !!