- এই মুহূর্তে দে । শ
- এপ্রিল ৯, ২০২৪
মহারাষ্ট্রে কাটল জট, মহা বিকাশ আগাড়ি জোটের আসন রফা চূড়ান্ত

অবশেষে আসন সমঝোতা নিয়ে সহমতে পৌঁছলো মহারাষ্ট্র । জট কাটিয়ে একযোগে লড়ার বার্তা দিল মহা বিকাশ আগাড়ি জোট। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে আসন সমীকরণ প্রকাশ করলেন কংগ্রেস, এনসিপি ও শিব সেনা দলের শীর্য় নেতৃত্ব । শিবসেনা (ইউবিটি) মোট ৪৮টি লোকসভা আসনের মধ্যে ২১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে, যার মধ্যে একটি আসন বঞ্চিত বহুজন পার্টি এবং সমাজবাদী পার্টির জন্য বরাদ্দ । কংগ্রেস সে রাজ্যে ১৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং শরদ পাওয়ারের দল ১০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ।
প্রসঙ্গত, শিবসেনা লোকসভা নির্বাচনে ২৩টি আসনে প্রার্থী দিতে চেয়েছিল । তার মধ্যে মুম্বইয়েই চারটি আসন । জোট শরিকদের দুটি আসন তারা বরাদ্দে রাজি হয়েছিল । অন্যদিকে ভিওয়ান্ডি ও সাংলি- এই দুটি আসনে লড়তে চেয়েছিল কংগ্রেস, এনসিপি ও শিব সেনা তিন দলই । শেষ পর্যন্ত দাবি থেকে সরে দাঁড়ায় কংগ্রেস । ভিওয়ান্ডি আসন দেওয়া হয়েছে শিব সেনাকে । সাংলিকে লড়বেন এনসিপি প্রার্থী ।
আসন সমঝোতা হয়ে যাওয়ার পর মহারাষ্ট্রের কংগ্রেস সভাপতি নানা পাটোলে সাংবাদিক সম্মেলনে বলেছেন, ‘দলীয় কর্মীরা সম্মিলিত ভাবে কাজ করে ওই দুই আসনে মহা বিকাশ আগাড়ির প্রার্থীদের জয়ী করবেন ।’
❤ Support Us