Advertisement
  • এই মুহূর্তে
  • ফেব্রুয়ারি ২, ২০২২

মায়ানমারে সামরিক বাহিনীর নৃশংস অন্যাচারে মৃত ১৫০০, চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

আরম্ভ ওয়েব ডেস্ক
মায়ানমারে সামরিক বাহিনীর নৃশংস অন্যাচারে মৃত ১৫০০, চাঞ্চল্যকর রিপোর্ট রাষ্ট্রসংঘের

মায়ানমারে সেনাশাসকদের বিরুদ্ধে গণতান্ত্রীকামী মানুষ রাস্তায় নেমেছে । দিনের পর দিন এই প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের সংখ্যা বেড়েছে। গণবিক্ষোভকে দমিয়ে রাখতে কঠিন থেকে কঠোর নৃশংসতার প্রমাণ দিয়েছ দেশটির ফৌজ। সম্প্রতি মায়ানমার নিয়ে এক রিপোর্ট পেশ করেছে রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তর। সেখানে বলা হয়েছে, গত একবছরে সেনাবাহিনীর বিরুদ্ধে চলা আন্দোলনে প্রাণ হারিয়েছেম অন্তত দেড় হাজার গণতন্ত্রকামী। সম্পূর্ণ বেআইনিভাবে আটক করা হয় ১১ হাজার ৭৮৭ জনকে। তাদের মধ্যে অন্তত নয় হাজার এখনও বন্দি। জেনেভায় এক বৈঠকে রাষ্ট্রসংঘের মানবাধিকার দপ্তরের মুখপাত্র রবিনা শামদাসানি বলেছেন, ‘আমরা জানতে পেরেছি যে মায়ানমারে প্রাণ হারিয়েছেন অন্তত ১ হাজার ৫০০ জন সাধারণ মানুষ । সেনাশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর কারণেই তাঁদের মরতে হয়েছে । এই পরিসংখ্যান শুধুমাত্র বিক্ষোভ মিছিলে হওয়া মৃত্যুর। মায়ানমারে সশস্ত্র সংঘর্ষে আরও কয়েক হাজার, মানুষের মৃত্যু হয়েছে বলে আমরা মনে করছি।

উল্লেখ্য, গত ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে মায়ানমারে সেনা অভ্যুত্থান হয়। নেত্রী আং সান সু কি’র নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে টাটমাদাও বা বার্মিজ সেনা। তারপর থেকেই ফৌজের বিরুদ্ধে চলছে প্রতিবাদ। সশস্ত্র আন্দোলন শুরু করে বিদ্রোহীরা। কয়েকদিন আগেই জুন্টার বিরুদ্ধে গণহত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠে আসে এক ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে।

গত ডিসেম্বর মাসে এক প্রতিবেদনে সংবাদসংস্থা দাবি করে, গতবছরের জুলাই মাসে মধ্য মায়ানমারের সাগাইং প্রদেশের কানি শহর সংলগ্ন অন্তত চারটি গ্রামে গণহত্যা চালিয়েছিল বার্মিজ সেনা। যার ফলে শুধুমাত্র ওই চার এলাকাতেই মৃত্যু হয়েছিল ৪০ জন সাধারণ মানুষের।


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!