Advertisement
  • দে । শ
  • জানুয়ারি ৩১, ২০২৩

এ বছরের শেষেই মায়ানমারে নির্বাচন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় বিরোধী শিবিরে

আরম্ভ ওয়েব ডেস্ক
এ বছরের শেষেই মায়ানমারে নির্বাচন, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে সংশয় বিরোধী  শিবিরে

মায়ানমারে আগামী দিনে নির্বাচন করাবার কথা ভাবছে সামরিক জুণ্টা সরকার। অভ্যুত্থানের দু’বছর পর হঠাৎ নির্বাচনে যেতে চাইছে কেন সেনা সরকার তা নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন।

সংবাদ সূত্রের খবর বছরের শেষেই নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে মায়ানমারে। জুন্টা সরকারের আকস্মিক নির্বাচন অনুষ্ঠিত করা নিয়ে ইতিমধ্যেই দেশের রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা। অনেকে মনে করছেন যে ক্ষমতায় থাকাকালে বিরোধীদের ওপর যে নির্মম অত্যচার চালান হয়েছে। তাঁর প্রতি জনসমর্থন আদায় করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকতে পারে। কারণ পর্যবেক্ষকদের ধারণা, নির্বাচন হলেও তা অবাধ ও শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তবে আবার আর একটি পক্ষের মত, নেপথ্যে রয়েছে চিন ও রাশিয়ার উস্কানি। তাদের চাপেই মূলত অনুষ্ঠিত হতে চলেছে নির্বাচন।

২০২০ সালের সাধারণ নির্বাচনে অং আন সুকির নেতৃত্বে মায়ানমারে গণতান্ত্রিক সরকার গঠিত হয়য় কিন্তু সামরিক বাহিনী অভিযোগ করে যে ব্যাপক কারচুপির মাধ্যমে নির্বাচন হয়েছে। তাই এই সরকারের কোনো অধিকার নেই ক্ষমতায় থাকার। এই কারণ দেখিয়ে ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে জুন্টা সরকার গঠন করে সেনাবাহিনী। ক্ষমতা দখলের পর সুকি ও তাঁর বহু সহযোগীদের গ্রেফতার করে তারা।


  • Tags:
❤ Support Us
গুম গ | ল্প রোব-e-বর্ণ
ধারাবাহিক: একদিন প্রতিদিন । পর্ব ৫ পা | র্স | পে | ক্টি | ভ রোব-e-বর্ণ
পথ ভুবনের দিনলিপি । পর্ব এক ধা | রা | বা | হি | ক রোব-e-বর্ণ
error: Content is protected !!