Advertisement
  • বি। দে । শ
  • জুন ১৮, ২০২৪

মরুভূমির বুকে রহস্যময় মনোলিথ ! ধন্দে লাস ভেগাসের পুলিশ

আরম্ভ ওয়েব ডেস্ক
মরুভূমির বুকে রহস্যময় মনোলিথ ! ধন্দে লাস ভেগাসের পুলিশ

আমেরিকার লাস ভেগাসের সংলগ্ন নেভাডা মরুভূমির বুকে আড়াআড়ি দাঁড়িয়ে একটি ধাতব মনোলিথ। চকচকে এই স্তম্ভ এতটাই মসৃণ যে পাথুরে জমি ,নীল আকাশ সবটাই স্পষ্ট ফুটে উঠেছে তাতে। কিন্তু কীভাবে এই মরুভূমির মাঝে এলো এই স্তম্ভ? কারাই বা আনলো?
লাশ ভেগাস প্রশাসন তাদের এক্স হ্যান্ডেলে ওই স্তম্ভটির ছবি পোস্ট করে জানিয়েছে, সপ্তাহান্তে উত্তর লাস ভেগাস উপত্যকায় গাস পিকের কাছে অনুসন্ধান ও উদ্ধারকারী দলের লোকজন এই স্তম্ভটিকে দাঁড়িয়ে থাকতে দেখে। পুলিশ কর্মীরা এক্স হ্যান্ডেলে ওই পোস্টের ক্যাপশনে জানিয়েছেন, ‘ আবহাওয়া সম্বন্ধে উপযুক্ত ওয়াকিবহাল না হয়ে, সঙ্গে পর্যাপ্ত পানীয় পরিমাণে জল মজুত না রেখে মানুষ যখন অভিযানে বেরোয়, তখনই আমরা নানারকম উদ্ভট অভিজ্ঞতার সম্মুখীন হই।’ শেষে নিজেরাই একটি প্রশ্ন রেখে গেছেন, ‘এটা এখানে এলো কি করে?’

মনোলিথ শব্দের জন্ম হয়েছে ভূবিজ্ঞান থেকে । একটি প্রকাণ্ড পাথর যখন অনেকটা জায়গা জুড়ে অবস্থান করে, তাকে বলা হয় মনোলিথ বা প্রস্তরস্তম্ভ। তবে শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, ব্রিটেন, রোমানিয়া, ভারতেও দেখা গেছে মনোলিথ। ভারতে মনোলিথের সর্বোৎকৃষ্ট উদাহরণ ইলোরা গুহা। একটি মাত্র পাথর দিয়ে কীভাবে একটি আস্ত মন্দির তৈরি করা হয়েছে, কারাই বা তৈরি করেছে, তা নিয়ে আজও গবেষণার অন্ত নেই।

তবে অনেকে বলেন, সৌর জগতের অন্যান্য গ্রহের বাসিন্দারা চুপিসারে মনোলিথ রেখে যান এই দুনিয়াতে। আবার কারোর মতে, মনোলিথ নিশ্চয়ই কোনও প্রচারবিমুখ শিল্পী সাধকের মগ্ন সাধনার ফল। মানুষের দৃষ্টিপথের অগোচরে তাঁরা নিরবে তাঁদের এই সৃষ্টিকে সাজিয়ে রেখে যান। তবে সবই নেহাত কবিকল্পনা মাত্র। কোনটিই প্রমাণিত সত্য নয়।

তবে লাস ভেগাসের পুলিশ অভিযাত্রীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে জানিয়েছে, যে কোনও অভিযানে যাওয়ার আগে অবশ্যই একবার আবহাওয়ার সাম্প্রতিক পরিস্থিতি দেখে নেওয়া উচিত। সঙ্গে পর্যাপ্ত খাদ্য, পানীয় জল, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম, একটি টর্চ ও অবশ্য একটি ফুল চার্জ দেওয়া মোবাইল রাখা উচিত। কারণ ‘বিপদ তো আর বলে কয়ে আসে না!’


  • Tags:
❤ Support Us
error: Content is protected !!