- এই মুহূর্তে দে । শ
- জুন ২০, ২০২৪
এপ্রিলের অতিরিক্ত ডি এ দেওয়া শুরু হল বুধবার থেকে, জুনের বেতনের আগে মিলবে মহার্ঘ ভাতা
লোকসভা ভোটের সময় প্রচারে এক মাসের অতিরিক্ত ডি এ বা মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।নির্বাচনী আচরণ বিধি উঠে যাওয়ার পর নবান্নের তরফে বিজ্ঞপ্তিও জারি হয়। সেখানে জানানো হয়েছিল , মে মাসের পরিবর্তে এপ্রিল থেকে বর্ধিত হারে ডি এ পাবেন সরকারি কর্মীরা। জুলাই মাসের বেতনের সঙ্গেই তা ব্যাঙ্ক অ্যাকাউন্টে যুক্ত হবে। সে অনুযায়ী বুধবার থেকে রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ হারে এক মাসের অতিরিক্ত ডি এ দেওয়া শুরু করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। জুনের বেতন পাওয়ার আগেই তা পেয়ে যাওয়ার কথা সরকারি কর্মীদের।
গত বছর ২১ ডিসেম্বর শহরে একটি অনুষ্ঠানে বর্ধিত হারে মহার্ঘ ভাতা দেওয়ার ঘোষণা করেন মমতা। সে মোতাবেক অর্থ দফতরের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়। সেখানে বলা হয়, সরকারি কর্মচারী, সরকার পোষিত শিক্ষাঙ্গনের কর্মচারী, স্বশাসিত সংস্থা, সরকার অধীনস্থ পঞ্চায়েত ও পঞ্চায়েত কর্মী, পুরনিগম, পুরসভা, স্থানীয় বোর্ড , অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ও তাঁদের পরিবারের পেনশন প্রাপকেরা এই সুবিধা পাবেন। বিজ্ঞপ্তিতে রাজ্যপাল এই সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বলেও জানানো হয়।
এই নিয়ে এক বছরে দুবার ডি এ বৃদ্ধি করল রাজ্য সরকার। রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছেন,মে থেকে আরও ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বৃদ্ধি করা হবে। মে থেকে এই ডি এ বৃদ্ধি কার্যকর হলে রাজ্য সরকারি কর্মীরা মোট ১৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। যদিও কেন্দ্রীয় সরকারের কর্মীদের প্রাপ্য মহার্ঘ ভাতার পরিমাণ ৪৬ শতাংশ। অর্থাৎ রাজ্য ও কেন্দ্রের মধ্যে ভাতার ফারাক হয় ৩২ শতাংশ। অর্থ মন্ত্রক সূত্রে জানা গেছে, রাজ্য সরকারি কর্মীদের ৪ শতাংশ ডি এ বৃদ্ধির ফলে সরকারের মোট ২৪০০ কোটি টাকা খরচ হবে। মমতা জানিয়েছিলেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডি এ বাধ্যতামূলক। তবে রাজ্যের ক্ষেত্রে মহার্ঘ ভাতার বিষয়টি সম্পূর্ণ সরকারের ইচ্ছাধীন বিষয়। তবে জুন মাসের মহার্ঘ ভাতা প্রাপ্ত হওয়ায় রাজ্য সরকারি কর্মীদের একাংশ খুশি ।
❤ Support Us